রাঙামাটিতে অমর একুশে বইমেলার উদ্বোধন

45

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটিতে অমর একুশে বইমেলার উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদস্য সচিব কৃষি,পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ পরিকল্পনা কমিশন মো. জাকির হোসেন আকদ। গত বুধবার প্রধান অতিথি জেলা প্রশাসন মাঠে অনুষ্ঠিত অমর একুশেবই মেলার উদ্ধোধন শেষে মেলা তিনি আগত বই স্টলগুলো পরিদর্শন করেন। প্রধান অতিথি বলেন,পাহাড়ি বাঙালি উভয়ের মিলনকে আরো সুদৃঢ করতে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বইমেলায় বয়ে আনবে এই এলাকার সম্প্রদায়িক সম্প্রীতি ও আনন্দঘন পূর্ণ পরিবেশ। তিনি বলেন, রাঙামাটি বইমেলা জেলা প্রশাসকের সহধর্মীনি সাবিনা ইয়াসমিনের লিখা আতœউন্নয়নে আধ্যাতিœকতা বইটি স্টলে পাওয়া যাবে। এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ,দায়িত্বপ্রাপ্ত উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আষীশ কুমার বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুল হুদা,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক প্রণব কুমার চাকমার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরচালক আবুল হামিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুস জোহরা, এনডিসি উত্তম কুমার দাশ প্রমুখ। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অমর একুশে বই মেলা চলবে ১৯, ২০ ও ২১ ফেব্রূয়ারি পর্যন্ত। বইমেলায় ১৭টি স্টল রয়েছে। এসব স্টল থেকে চাহিদা মত বই কিনবেন ক্রেতারা।