রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে বলই গড়ায়নি

16

দীর্ঘ ১০ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট ফিরে সাজ সাজ রব উঠেছিল। তবে বেরসিক বৃষ্টি রাওয়ালপিন্ডি টেস্টে পানি ঢেলে দিল। টানা তিন দিন বৃষ্টির ফলে টেস্টের চতুর্থ দিন ভেজা আউটফিল্ডের কারণে মাঠে একটি বল গড়ালো না। অথচ শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্টটি ছিল পাকিস্তানের ঘরের মাঠে আন্তর্জাতিক সাদা পোশাকের ম্যাচে ফেরার উৎসবের উপলক্ষ।
এর আগে তৃতীয় দিন মাত্র ৫.২ ওভার খেলা গড়িয়েছে। দ্বিতীয় দিন মাঠে বল গড়িয়েছিল ১৮.২ ওভার।
দিমুথ করুনারত্নের দল প্রথমদিন শেষ করেছিল ৬৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২০২ রান জমা করে। দ্বিতীয় দিন প্যাভিলিয়নে ফেরার আগে তাদের সংগ্রহ দাঁড়ায় ৮৬.৩ ওভারে ৬ উইকেটে ২৬৩ রান। তৃতীয় দিন সাজঘরে ফেরার আগে তাদের স্কোর ৯১.৫ ওভারে ৬ উইকেটে ২৮২।