রাউজান হোয়ারাপাড়ায় ফণি ভূষন বড়ুয়ার অনিত্য সভা

87

রাউজান পূর্ব গুজরাস্থ হোয়ারাপাড়া গ্রামের সমাজ সেবক ঐতিহ্যবাহী রামদাশ মহাবিহারে উপাসক প্রয়াত অবলা কান্ত বড়ুয়ার ২য় পুত্র ফণি ভ‚ষণ বড়ুয়ার অনিত্য সভা গত মঙ্গলবার নিজ বাড়ির আঙ্গিনায় বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সহ-উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের। বিশেষ অতিথি সদ্ধর্মরতœ জ্ঞানানন্দ মহাথের, অধ্যাপক বিপুলানন্দ মহাথের, ভদন্ত দেবানন্দ মহাথের, ভদন্ত জ্ঞানবিরিয় মহাথের, ভদন্ত সুমিত্তানন্দ মহাথের, প্রধান জ্ঞাতি সদ্ধর্মশাসনরত্ন বোধিমিত্র মহাথের, প্রধান ধর্মদেশক ড. প্রিয়দর্শী মহাথের, সদ্ধর্মদেশক ভদন্ত অনুরুদ্ধ থের, ভদন্ত দেববংশ থের, ভদন্ত সুমনানন্দ থের, ভদন্ত জ্ঞানেন্দিয় ভিক্ষুু ও অনুত্তর প‚ণ্যক্ষেত্র ভিক্ষু-সংঘ প্রয়াতের পারলৌকিক মঙ্গল কামনায় অনিত্য দেশনা ও সুত্রপাঠে অংশ নেন। ভদন্ত করুনানন্দ ভিক্ষুর সঞ্চালনায় পারিবারিক পরিচিতি প্রদান করেন অব. শিক্ষক তাপস কুমার বড়ুয়া, স্মৃতিচারণসহ প‚ণ্যদান করেন অব. প্রধান শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া, পুলিন বিহারী বড়ুয়া, সজল চৌধুরী, উৎপল বড়ুয়া, পুতুল বড়ুয়া, অটল বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন সুদত্ত বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন প্রয়াতের সন্তান শাওন বড়ুয়া। অনুষ্ঠানে প্রয়াতের আত্মীয়-স্বজন ও বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামবাসী অংশগ্রহণ করেন। ফণি ভ‚ষন বড়ুয়ার প্রয়াণে ত্রৈমাসিক বৌদ্ধ মূখপত্র মহামায়া, অনলাইন বৌদ্ধ মূখপত্র ধম্মকথা শোক প্রকাশ করছেন এবং প্রয়াতের পারলৌকিক শান্তি-সুখ কামনা করছেন। আগামী ১৪ নভেম্বর প্রয়াতের পারলৌকিক শান্তি-সুখ কামনায় তাঁর পৈত্রিক বাড়িতে অষ্টপরিস্কারসহ মহাসংঘদান, স্মৃতিচারণ সভা ও জ্ঞাতি ভোজন অনুষ্ঠিত হবে।