রাউজান হলদিয়া ইউনিয়ন আ.লীগের দোয়া মাহফিল

62

রাউজান হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মরহুমা আই.ভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন, দোয়া মাহফিল, আলোচনা সভা গত শনিবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। হলদিয়া আমীরহাটস্থ জামে মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল ওহাব। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। এতে টেলি কনফারেন্সে বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয় যুবলীগের সভাপতি মনছুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএম বাবর, মাহাবুবুল আলম, জালাল আহমেদ, শামসুল আলম, তসলিম উদ্দিন, মোহাম্মদ আলী, শাহাজান মেম্বার, নাছির উদ্দিন, হাসান মুরাদ রাজু, মো. মুছা, জামাল উদ্দিন, মো. জাবেদ, রবি তালুকদার, মো. লোকমান প্রমুখ। সভায় মোনাজাত পরিচালনা সাইদুল আলম খাক্বী। মিলাদ কিয়াম পরিচালনা করেন আমীরহাট দশদিনব্যাপী কারবালা মাহফিল পরিচালনা পরিষদের চেয়ারম্যান মাওলানা সৈয়দ মো. আলী আকবর তৈয়বী। অনুষ্ঠানে প্রধান অতিথি আবদুল ওহাব বলেন, মুক্তিযুদ্ধের সময় যেমন ভীবৎস রূপ দেখেছিলাম, সেরকম ২১ আগস্টের হামলার ভয়াবহতাও আমি দেখেছিলাম। স্বাধীনতার পক্ষের শক্তিকে দেশ থেকে উৎখাত করার ষড়যন্ত্রে বিএনপি-জামাত এ রাষ্ট্রীয় সন্ত্রাসী কায়দায় এ হামলা করেছিল। উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার বাবুল বলেন, আইভি রহমান আমাকে সন্তানের মতো জানতেন। সেদিন জোট সরকার শেখ হাসিনাকে হত্যার জন্য যে হামলা করেছে, তা ইতিহাসের একটি জঘন্য অপরাধ। আই.ভি রহমানসহ ওই হামলায় যারা শহীদ হয়েছেন, তার জন্য দায়ী খালেদা জিয়া, তারেক জিয়াসহ সকল অপরাধীর বিচার বাংলার মাটিতে করতে হবে।