রাউজান সেন্ট্রাল বয়েজের প্রতিনিধিদের সাথে ফারাজ করিমের মতবিনিময় সভা

35

রাউজান প্রতিনিধি

দেশের তরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি ফারাজ করিম চৌধুরী বলেছেন, শুধুমাত্র আধুনিকতার সাথে তাল মেলালে হবে না। একটি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গঠনের লক্ষ্যে আধুনিকতার পাশাপাশি তরুণ প্রজন্মকে নৈতিক আদর্শ অনুসরণ করতে হবে। সমাজের অন্ধকার দূর করার জন্য কাজ করতে হবে।” জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড-২০২০ অর্জনকারী সৃজনশীল মেধা ও মননের সংগঠন, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর ব্যবস্থাপনায় রাউজানের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড সমূহে টিম গঠন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্প্রীতি রাউজান পৌরসভার গহিরাস্থ বক্স আলী চৌধুরী বাড়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় রাউজানের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডের টিম সমূহের প্রায় ৪ শতাধিক সদস্য অংশগ্রহণ করে। এতে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মো. সাইদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মইনুদ্দিন জামাল চিশতী, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হাসান সাকিব, অনিক ভট্টাচার্য, মোঃ রিফাদুল ইসলাম, মো. মিজানুর রহমান, আরফান গণি ফাহিম, নোমান বিন আজিজি, আরফানুল ইসলাম আবির, আবদুল্লাহ আল নোমান, মাসুম বিল্লাহ, কাজী শিহাব, আবদুল্লাহ আল রোমান, তামিম সিকদার সাইফ, শাহরিয়ার ইভান, মিজানুর রহমান মুবিন, সালমান নুরাইন, মোহাম্মদ নাহিদ, জিয়াউল হাসান, শাহেদুল ইসলাম প্রমুখ।