রাউজান ফ্রেন্ডশিপ ইউনিটি ক্লাবের চিকিৎসা ক্যাম্প

22

রাউজানের গশ্চি ফ্রেন্ডশিপ ইউনিটি ক্লাবের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী গত মঙ্গলবার শেষ হয়েছে। গত সোমবার প্রথম দিবস ফ্রি চিকিৎসা ক্যাম্প করা হয়। (চক্ষু পরীক্ষা, কর্ণ ছেদন, ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস টেস্ট) গশ্চি বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়। আবদুল্লাহ আল রোমানের সভাপতিত্বে ও আনিসুল হক বাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ হানিফ। এতে স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ তারেকুল ইসলাম, এতে ১৩০ জনকে চক্ষুসেবা প্রদান ও বিনামূল্যে চশমা ও ঔষুদ প্রদান করা হয়, রক্তের গ্রুপ নির্ণয় ও ডাইবেটিস টেস্ট করেন প্রায় ২৫০ জন, কর্ণ ছেদন করেন ২৪০ জন। এতে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান আনছারী, মুহাম্মদ ইউনুছ তালুকদার, মুহাম্মদ আলমগীর তালুকদার, মুহাম্মদ সাইদুল ইসলাম, মুহাম্মদ মোরশেদ, মিজানুর রহমান, মুহাম্মদ খোরশেদুল আলম প্রমুখ।