রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা

14

রাউজান প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধুর অসামান্য দেশপ্রেম ও আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি। তার আহবানে সাড়া দিয়ে সংগঠিত হয়েছিল মহান মুক্তিযুদ্ধ। অন্যদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের সুদৃঢ় পরামর্শে বঙ্গবন্ধু সকলপ্রকার অপশক্তির বিরুদ্ধে কাজ করার মনোবল পেয়েছিলেন। গতকাল শনিবার সকালে রাউজান প্রেসক্লাবের আয়োজনে সংগঠনের মুন্সিরঘাটাস্থ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
রাউজান প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সরোয়ার উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক এম দিদারুল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দিন মিঞাজী, সহ সম্পাদক জাহানগীর সিরাজ তালুকদার, অর্থ সম্পাদক কেএম বাহাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রবি, আইন বিষয়ক সম্পাদক একে বাবর, তথ্য ও গবেষণা সম্পাদক মোজাফফর হোসাইন সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, মো. রাকিব প্রমুখ।