রাউজান পৌরসভায় নেদারল্যান্ডস দূতাবাস প্রতিনিধি দল

23

রাউজান প্রতিনিধি

রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত নেদারল্যান্ডস’র উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। গতকাল শনিবার এবিএম ফজলে করিমের চট্টগ্রাম নগরীর বাসবভনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এরপর প্রতিনিধি দলটি রাউজান পৌরসভার বিভিন্ন স্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের সাথে মতবিনিময় করেন। উক্ত দলে ছিলেন ওয়াটার ম্যানেজম্যান্ট এন্ড ফুড সিকিউরিটি বিভাগের ফার্স্ট সেক্রেটারি মি. ফোকার্ট ডি জ্যাগার, আইএইচ ডেলফট প্রফেসর চিরস ইভেনবারগিন, চিফ ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, এম এ সামি ওয়াজেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার রোকন। পৌরসভার কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
এতে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ২য় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশগুপ্ত, কাউন্সিলর জানে আলম জনি, আলমগীর আলী, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, শওকত হাসান চৌধুরী, আজাদ হোসেন, নাছিমা আকতার, জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা, অধ্যক্ষ হাফেজ আবু জাফর ছিদ্দিকী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রণব শীল, অধ্যক্ষ মাওলানা রফিক আহমদ ওসমানী, অধ্যক্ষ আবদুল মান্নান চৌধুরী, অধ্যাপিকা রেহেনা আফরোজ, শিক্ষক রায়হান উদ্দিন খান, আরফান গণি ফাহিম, শাহরিয়া হাসান সাকিব। পরে পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শনে যান প্রতিনিধি দলের সদস্যরা।