রাউজান পৌরসভার দ্রুত অগ্রগতি প্রশংসনীয়

32

রাউজান প্রতিনিধি

আধুনিক পৌরসভা গঠনে পাইলট প্রজেক্ট বাস্তবায়নের নিরিখে এলজিইডি’র একটি উচ্চ পর্যায়ের সমীক্ষা দল ঘুরে গেছেন রাউজান পৌরসভা। এতে পৌরসভা এলাকায় ৯ সদস্যর এ দল তিন দিন অবস্থান করে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করেন। পরে গত বৃহস্পতিবার রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এ প্রতিনিধি দল। এসময় সাংসদ ফজলে করিম বলেন, জনপ্রতিনিধিরা জনগনের সেবক। এই লক্ষ্যেই কাজ করতে হবে। পূর্বে যোগ্য ব্যক্তি প্রতিনিধিত্ব না থাকায় অনেকে পিছিয়ে পড়েছে রাউজান পৌরসভা। এতে বর্তমান সময়ে পৌরসভার যে অগ্রগতি ও কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। রাউজান উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জোনায়েদ কবীর সোহাগ ও প্রতিনিধি দলের সাথে স্পেশালিজ মালেকা রহমানসহ ৯ সদস্যর একটি টিম। এসময় সাংবাদিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী। উল্লেখ্য, এ প্রতিনিধি দল রাউজানে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন অবস্থান করে মডেল পৌরসভার জন্য বিভিন্ন প্রয়োজনীয় সমীক্ষা পরিচালনা করেন এবং তা উচ্চ পর্যায়ে পেশ করবেন বলে সাংবাদিকদের জানান। এর আগে মেয়র ও স্থানীয় কাউন্সিলরদের সাথেও মতবিনিময়ে মিলিত হন তারা।