রাউজান পশ্চিম আধার মানিক গুজরা উপালী সংঘের বর্ষবরণ

50

 

রাউজান পশ্চিম আধার মানিক গুজরা উপালী সংঘের উদ্যোগে বর্ষবরণ ১৪২৯ বাংলা ১৩, ১৪ ও ১৫ এপ্রিল উদযাপিত হয়। ৩দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইসমাইল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা গুজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্বাস উদদীন আহমেদ। অনুষ্ঠানে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, সংগীত, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. উত্তম বড়ুয়া যীশু, প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য প্রফেসর ডক্টর বিমান চন্দ্র বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন সুকর্ণ বড়ুয়া সাজু, সংবর্ধিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নিরু বড়ুয়া ও মুজাফরাবাদ যশোদা নগেন্দ্র মহিলা ডিগ্রি কলেজের সহঅধ্যাপক রুমি বড়ুয়া, বক্তব্য রাখেন প্রদীপ বড়ুয়া, বটন বড়ুয়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল কান্তি বড়ুয়া, সুভাষ বড়ুয়া, ইউ পি সদস্য মোহাম্মদ দিদারুল আলম, ইউ পি সদস্য উজ্জ্বল বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুশীল বড়ুয়া, পবন বড়ুয়া ও মনিশংকর বড়ুয়া। বিজ্ঞপ্তি