রাউজান নন্দীপাড়ায় পুনর্মিলনী সভা সম্পন্ন

10

রাউজানের উত্তর সুলতানপুর এলাকার নন্দীপাড়ার শ্রীশ্রী কালী বিগ্রহ মন্দিরে শ্যামা পূজা ও ষোড়শপ্রহরব্যাপী মহোৎসব পরবর্তী পুনর্মিলনী ও হিসাব বিবরণী প্রকাশ উপলক্ষে আলোচনা সভা শুক্রবার সকালে মন্দিরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক নিরুপম দাশগুপ্ত।
সাধারণ সম্পাদক রাজিব দাশের সঞ্চালনায় বক্তব্য দেন কমিটির কর্মকর্তা চিত্তরঞ্জন সর্ব্ববিদ্যা, প্রদ্যুৎ নন্দী, তুষার কান্তি দাশ, মৃদুল দাশগুপ্ত, প্রকৌশলী বিপ্লব দাশ, প্রবীণ শিক্ষক অরুন দাশ (১), শিক্ষক অরুন দাশ (২), বিশ্বজিত নন্দী, কানুরাম দে, গৌতম রায় নন্দী, ডা. রাখাল ভট্টাচার্য, কমল কর, শিক্ষক কানুরাম দাশ, শিমুল নন্দী, শিক্ষক সঞ্জয় দাশ, রতন দাশ, কৃষ্ণ দাশ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মন্দির কমপ্লেক্সে দ্রæত কনভেনশন হল নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং মন্দিরের উন্নয়নে অন্যতম অর্থদাতা সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। বিজ্ঞপ্তি