রাউজান তরুণ ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

57

রাউজান ফকিরহাট তরুণ ক্লাবের উপদেষ্টা আলহাজ আহসান হাবীব চৌধুরী হাসানের জন্মবার্ষিকী উপলক্ষে রাউজান পৌর সদরে গরীব ও অসহায় ৫০ জন ব্যক্তির নিকট সম্প্রতি কম্বল ও খাবার বিতরণ করেন তরুন ক্লাব। এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, পৌরসভা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল লতিফ, ব্যবসায়ী শওকত হোসাইন ও শাকিদুজ্জামান শফি। ভিন্ন আঙ্গিকে জন্মদিনের কেক না কেটে অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতা করেছেন পৌর-মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ এরশাদ, তরুণ ক্লাবের সভাপতি এম.এ রায়হান, তরুণ ক্লাবের প্রবাসী সমন্বয় পরিষদের আহবায়ক সাইফুল ইসলাম, পৌর মার্কেট এমারত কসমেটিক এর স্বত্বাধিকারী ফোরকান মাহমুদ। এতে আরো উপস্থিত ছিলেন, সাইফু, হেলাল, তৌহিদুল, রুবেল, তৌহিদুল আলম, মুবিন, মিজান, টুটুল, জুয়েল, কাউছার, সালাউদ্দিন, মাসুদ প্রমুখ।

রাঙ্গুনিয়ায় মিষ্টির
দোকানে হামলা ও
ভাংচুরের অভিযোগ

রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজারে “হাজী সুইট্স” নামে একটি মিষ্টির দোকানে হামলার দায়ে থানায় অভিযোগ করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি রাত ৭ টার দিকে এই ঘটনা ঘটে। হামলা ও ভাংচুরের ঘটনায় মুরাদ নগরের বাসিন্দা ও দোকানের মালিক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেছেন। ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, মুরাদ নগর এলাকার বাসিন্দা মো. মহিউদ্দিনের কাছে দোকানের বকেয়া টাকা চাইতে গেলে ক্ষিপ্ত হয়ে দোকানের আসবাবপত্র মালামাল ভাংচুর করে। হামলায় আসবাবপত্র ও মালামাল মিলিয়ে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। রাঙ্গুনিয়া প্রতিনিধি