রাউজান ছৈয়দ চাঁদ শাহের ওরশের প্রস্তুতি সভা

18

রাউজান প্রতিনিধি

ভারতীয় উপমহাদেশের আধ্যাত্মিক জগতের প্রাণপুরুষ, রাহনুমায়ে শরীয়ত, ত্বরিকত, মারফত, হাযত রাওয়া মুশকিল কোশা হযরতুল আল্লামা ছৈয়দ চাঁদ শাহ (রহ) এর ১৯৪তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে এক প্রস্তুতি সভা আশেকানে ছৈয়দ মোক্তার শাহ খেদমত কমিটির ব্যবস্থাপনায় গত বুধবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন ছৈয়দ মোক্তার শাহ (মা.জি.আ)। এতে বিশেষ অতিথি হিসেবে প্রস্তুতির বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দরবারের বড় শাহাজাদা ছৈয়দ দিদারুল আলম শাহ্ (মা.জি.আ), আশেকানে মোক্তার শাহ্ খেদমত কমিটির মহাসচিব ও দরবারের ছোট শাহাজাদা মকছুদুল আলম শাহ্ (মা.জি.আ), কেন্দ্রীয় ওরশ পরিচালনা কমিটির সভাপতি মো.শফি, সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমান্ডার হাসেম চৌধুরী, প্রধান উপদেষ্ঠা ফরহাদ উদ্দিন চৌধুরী। মো.কামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাষ্টার মো.জাফর, অধ্যাপক লিয়াকত আলী চৌধুরী, মফিজুল আলম চৌধুরী, যুবলীগ নেতা মো. জাহাঙ্গীর, মাওলানা ছৈয়দ মফিজুল হক আলকাদেরী, মো.আব্দুস সোবহান, মো.ফরিদ হোসাইন রফিক, মো. ইউনুচ, এস.এম সিরাজুল ইসলাম, মাওলানা শফী বারি আত্তারী, মুহাম্মদ তারেক আবু তাহের চৌধুরী বাবুল, মো. লিয়াকত, মো, রাশেদ, মো. ফারুক, মো. মোজাফফর, মো. বাবুল, মো.আক্কাস, মো. সালাউদ্দিন, এম. এম মো. ফারুক, সুবেদার আবুল কালাম, গোলাম মোস্তফা ফারুক, ইঞ্জিনিয়ার আলী আকবর, পটিয়া ও ষোলশহর শাখার মো. জাহাঙ্গীর, মো. লিটন, মো. শাহনেওয়াজ। আগামী ১৩ ফেব্রæয়ারি রাউজান উপজেলার কদলপুর মীরবাগিচার দরবারে বার্ষিক ওরশ মহা সমারোহে অনুষ্ঠিত হবে। সভায় ওরশ শরীফ সুষ্ঠভাবে সফল করতে বিভিন্ন উপকমিটির মাঝে দায়িত্ব বন্টন করা হয়।