রাউজান ছিটিয়াপাড়ায় নিত্যানন্দ আবির্ভাব মহোৎসব শুরু

43

রাউজান দক্ষিণ সুলতানপুরস্থ ছিটিয়াপাড়া গ্রামে সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে। সুলতানপুর, নিত্যানন্দ আবির্ভাব মহোৎসব উদ্যাপন পরিষদ কর্তৃক আয়োজিত নিত্যানন্দ ত্রয়োদশী তিথি উপলক্ষে ৪দিন ব্যাপী মহোৎসব শনিবার শুরু হয়।
অনুষ্ঠান সূচিতে প্রথম দিন মঙ্গল প্রদীপ প্রজ্জলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভজন কীর্তন, আলোচনা সভা ও মঞ্চস্থ হয় নাটক রাজা হরিশচন্দ্র। ২য় দিন ১৭ ফেব্রæয়ারি গীতা পাঠ প্রতিযোগিতা, ভাগবতীয় প্রবচন ও শুভ অধিবাস কীর্তন অনুষ্ঠিত হবে। ১৮ ফেব্রুয়ারি অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ ও প্রসাদ বিতরণ করা হবে। ১৯ ফেব্রæয়ারি নামসংকীর্তনের মহাহোম ও নগরপরিক্রমা।
অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি রাজনৈতিক নেতৃবৃন্দ ও ধর্মীয় মহাত্মাবৃন্দ উপস্থিতি থাকবেন। মহোৎসব অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে অংশগ্রহণ করার জন্য সভাপতি-তপন তালুকদার ও সাধারণ সম্পাদক- উত্তম দাশ গুপ্ত অনুরোধ জানাচ্ছে। বিজ্ঞপ্তি