রাউজান আহলে সুন্নাতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

37

মানবতার মুক্তির দিশারি, মানবাধিকার প্রতিষ্ঠাতা হুজুর (দ.)’র অপমান কোন মানুষ মেনে নিতে পারে না। মানুষের প্রকৃত স্বাধীনতা দাতার মানহানিকর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ফ্রান্সের সাথে সবধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ফরাসি পণ্য বর্জনের দাবি জানিয়েছেন রাউজান আহলে সুন্নাত জামা’আত। বক্তারা বলেন, সারা বিশ্বে ফ্রান্সের পণ্য বর্জন করা শুরু হয়ে গেছে, এভাবে চলতে থাকলে তাদের অর্থনীতিতে বড় ধরনের ধস নামবে। ফ্রান্স সরকার বাধ্য হবে প্রিয় নবীর শানে ক্ষমা চাইতে। গত মঙ্গলবার আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাউজান উপজেলা (উত্তর) ও রাউজান পৌরসভার যৌথ আয়োজনে ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (দ.)র শানে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল রাউজান মুন্সির ঘাটা চত্ত¡রে অনুষ্ঠিত হয়। আল্লামা জয়নাল আবেদিন জামাল ও মাওলানা এরশাদ খোন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভা আহলে সুন্নাতের সভাপতি আল্লামা সিরাজুল ইসলাম চিশতী। উদ্বোধক ছিলেন উপজেলা আহলে সুন্নাতের সভাপতি অধ্যক্ষ আল্লামা আবু জাফর সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা শামসুল আলম নঈমী, মাওলানা ইদ্রিস আনসারী, জালাল উদ্দিন চৌধুরী, মুহাম্মদ আহসান হাবিব চৌধুরী হাসান, আ স ম রফিকুল ইসলাম রেজভী, মাওলানা সরোয়ার উদ্দিন, সিরাজুল ইসলাম সিদ্দিকী, সিরাজুল ইসলাম রেজভী, গাজী মাওলানা ফোরকান আলকাদেরী, মাওলানা রায়হান উদ্দিন খান, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা এম এ মতিন, মুহাম্মদ ইসমাইল, মাওলানা সাইফুল ইসলাম নেজামী, এডভোকেট সাহেদ উল্লাহ জনি, মাওলানা এম এ আউয়াল, মাওলানা মনসুর নেজামী।
অন্যান্যের মধ্যে এস এম তৈয়বু রহমান, মাওলানা আব্দুল মান্নান, তসলিম উদ্দিন বাদশা, আবুল বশর ভান্ডারী, মাওলানা আবু আহমদ, মাওলানা নূর মুহাম্মদ, সৈয়দ মিয়া, সৈয়দ আলী আকবর তৈয়বী, দিদারুল আলম আলকাদেরী, নাজেরুল মনির জীবন, মাওলানা কুতুব উদ্দিন, এরফান চৌধুরী মারুফ, মুহাম্মদ নিজাম উদ্দিন, মুহাম্মদ মনির উদ্দিন, শহিদুল ইসলাম মামুন, আহমদ উল্লাহ, মহিউদ্দিন চৌধুরী, কাজী জুলফিকার, মুহাম্মদ বোরহান উদ্দিন, মুহাম্মদ আসিফ, আনিসুর রহমানসহ রাউজানের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও মানবাতাবাদী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলটি রাউজান মুন্সির ঘাটা থেকে শুরু হয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে জলিল নগর বাসস্ট্যান্ড, ফকির হাট, থানা ও উপজেলা রোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুন্সির ঘাটা চত্ত¡রে এসে দোয়া মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত হয়।