রাউজান আল কোরআন নুরানী একাডেমির মা সমাবেশ

17

 

রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আল কোরআন নূরানী একাডেমিতে গত শনিবার মা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সংগঠক ও কলামিস্ট নাজিম উদ্দীন চৌধুরী এ্যানেল, প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়া।
স্থানীয় ইউপি সদস্য সেকান্দর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম নূরানী তালীমুল কুরআন বোর্ডের প্রধান প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা সেলিম উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন নোয়াপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, প্রথম আলো প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন, রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের, মাওলানা আহমদুল হক। মাদ্রাসার শিক্ষক মাওলানা সোলাইমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্, কবি ও ছড়াকার সারওয়ার রানা, ব্যাকার মামুন। রাউজানে দিনভর মাদ্রাসার ২০০ শিক্ষার্থীকে ফ্রি চিকিৎসাসেবা এবং বিনামূল্য ঔষধ দিলেন চিকিৎসক দম্পতি। গতকাল শনিবার সকাল থেকে দিনভর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের হোসাইনিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের এ চিকিৎসা দেন ওই ইউনিয়নের ব্যবসায়ী মুহাম্মদ জামালের কন্যা বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালেরের চিকিৎসা কর্মকর্তা আইরিন আকতার ও তার স্বামী একই হাসপাতালের সহকারী অধ্যাপক মুহাম্মদ মাসুদুল আলম কালাম। বিজ্ঞপ্তি