রাউজান আমিরপাড়ায় মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত

15

রাউজান প্রতিনিধি

ঢাকা গাউসুল আজম জামে মসজিদের খতিব হযরতুলহাজ আবুদল মোস্তফা রহিম আল-আযহারী বলেন, বিশ্বনবীর আগমনই ছিল মানবতার কল্যাণ। এর মাঝেই নিহিত আছে মানবকূলের শান্তি। তিনি গত মঙ্গলবার রাতে রাউজানের কদলপুর আমির পাড়া হযরত সুলতান শাহ (রা.) জামে মসজিদ পরিচালনা কমিটি, প্রবাসি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে মিলাদুন্নবী উপলক্ষে সুন্নী কনফারেন্সে এ কথা বলেন।
এতে প্রধান ওয়াজেন ছিলেন- হযরতুলহাজ আবুল কালাম বয়ানী মা.জি.আ। বিশেষ অতিথি ছিলেন- হযরত মাওলানা মুহাম্মদ খাইরুল আমিন চিশতী আলকাদেরী। বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠক মনির আহমদের সভাপতিত্বে অতিথি ছিলেন মাওলানা ইসমাইল সিরাজী আলকাদেরী, মাওলানা আবু তৈয়্যব আলকাদেরী, মাওলানা রুহুল আমিন আলকাদেরী, মাওলানা কাজী খোরশেদুল আলম আলকাদেরী, মাওলানা আলী আকবর আলকাদেরী, মাওলানা হাফেজ আবু হেনা, মাওলানা হাফেজ আবু ছিদ্দিক, মাওলানা আশরাফুল আলম, মাওলানা রাশেদুল ইসলাম আলকাদেরী, জিয়াউল হক মোহাম্মদ তৈয়্যব আলকাদেরী, শায়ের সৈয়দ আবু বক্কর আলকাদেরী, শায়ের হাফেজ আনিছ উদ্দিন আলকাদেরী। সংগঠক আলমগীর রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াছ, অলি উল্লাহ হারুন, মাওলানা আবুল কাশেম সিদ্দিকী, হাফেজ মাওলানা আনোয়ার আল কাদেরী, মাওলানা মোজাম্মেল, মাওলানা মো.তারেক, আনোয়ার হোসেন বাচলু, আবদুল শুক্কুর, মো.সিরাজ উদ্দিন, মো.জাবেদ হোসেন, মো.ইব্রাহিম, মো.সালাউদ্দিন, মো.বাবর, মো.রফিক, মো.সাহেদ, মো.সিফাত প্রমুখ।