রাউজানে ৭ ব্যক্তি একুশে পদক অর্জনে আমরা গর্বিত : ফজলে করিম

28

রাউজান প্রতিনিধি

বাংলাদেশের বৌদ্ধদের সর্ব্বোচ্চ ধর্মীয় গুরু ত্রয়োদশ সংঘরাজ বিনাজুরী শ্মশান বিহারের আজীবন অধ্যক্ষ শাসনশোভন জ্ঞানভানক ড.জ্ঞানশ্রী মহাস্থবির সমাজ সেবায় বিশেষ অবদানে একুশ পদক অর্জনে সংবর্ধিত করেছে রাউজানের বৌদ্ধ জনসাধারন। এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান গত শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনে পশ্চিম বিনাজুরী শ্মশান বিহার চত্ত্বরে অনুষ্ঠিত হয়। এতে বিকেলের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এসময় তিনি বলেন, রাউজান থেকে এ পর্যন্ত ৭ ব্যক্তি একুশে পদক অর্জনে রাউজান গর্বিত।
রাউজানের মানুষের যে কোন ভাল অর্জন আমাকে আনন্দ দেয়। সংবর্ধনা নায়ক ছিলেন একুশে পদকে ভুষিত ড.জ্ঞানশ্রী মহাস্থবির। মঙ্গল চারন করেন ভদন্ত দেবমিত্র মহাস্থবির। সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ সংঘরাজ ড.শীলানন্দ মহাথের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, প্রিয়দর্শী মহাথের, শাসনপ্রিয় মহাথের, বুদ্ধরক্ষিত মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.জ্ঞানরত্ন মহাথের।
অতিথি ছিলেন ওসি আবদুল্লাহ আল হারুন, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, পৌর কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, সাবেক ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, ইউপি চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরী, সৈয়দ আবদুল জব্বার সোহেল, সুজিত কুমার বড়ৃয়া, মিথুন রশ্মি বড়ুয়া। ভদন্ত বুদ্ধরতœ থের, সৈকত বড়ুয়া ও বন্যা বড়ুয়ার যৌথ সঞ্চালনায় সভাপতির বক্তব্য দেন উদযাপন পরিষদের কর্মকর্তা বিনয় পাল মহাথের, কার্যকরী সভাপতির বক্তব্য রাখেন শাসনানন্দ মহাথের, প্রধান সমন্বয়কারীর বক্তব্য রাখেন অশোক কুমার চৌধুরী, সম্পাদকীয় বক্তব্য রাখেন প্রভাষ চন্দ্র বড়ুয়া, স্বাগত বক্তব্য রাখেন ওসি স্বপন কান্তি বড়ুয়া, উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সৈয়দ আলমগীর, ইউপি প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম বাচ্চু, ইউপি সদস্য সার্জেন্ট রনজিত বড়ুয়া, খোকন বড়ুয়া, সরোয়ার আজাদ, পল্টন দেব।
অনুষ্ঠানে সাংসদ ফজলে করিম চৌধুরী কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের জন্য ৫০ লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন। এর আগে সুমন বড়ুয়া আবুর সম্পাদনায় প্রকাশিত শাশ্বত জ্ঞানশ্রী নামে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ফজলে করিম চৌধুরী এমপি।