রাউজানে সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

46

রাউজান উপজেলার মধ্যম বিনাজুরিতে শান্তিধাম বৌদ্ধ বিহারে সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ জুন) উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিধাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দেবমিত্র মহাথের। প্রধান আলোচক ছিলেন বিনাজুরি আঞ্চলিক ভিক্ষু পরিষদের সভাপতি বিনয়পাল মহাথের। টেলিকনফারেন্সে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী, সমাজ সেবক ¯েœহশীষ প্রিয় বড়–য়া ও তাঁর সহধর্মীনি শ্রীমতি শুক্লা বড়–য়ার পক্ষে কুয়েত প্রবাসী সুমন রাজ বড়–য়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনাজুরি ইউনিয়ন বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মিশন বড়–য়া, জামুয়াইন বৌদ্ধ বিহারের ভিক্ষু রাষ্ট্রপাল। জে রাহুল মিত্র ভিক্ষুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সুভাষ বড়–য়া, অ্যাডভোকেট প্রণব বড়–য়া, তপন বড়–য়া, রতন বড়–য়া, এফ. সংঘপাল ভিক্ষু, প্রান্ত বড়–য়া। এসময় উপস্থিত ছিলেন লাবলু বড়–য়া, সাগর বড়–য়া, সবুজ বড়–য়া, অশু বড়ুয়া, সেলাই প্রশিক্ষক সবিতা বড়ুয়া,দীপালী বড়ুয়া,শিল্পী বড়ুয়াসহ আরো অনেকে। এদেিক সমাজের অবহেলিত মানুষকে স্বাবলম্বী করার এক মহা পরিকল্পনার অংশ হিসাবে স্নেহাশীষ প্রিয় বড়ুয়া,ও শ্রীমতি শুক্লা বড়ুয়া’র অর্থায়নে নিবার্ণকামী গ্রæপের সহায়তাই ইতিমধ্যে ৫০ টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ ও ৫টি কম্পিউটার ও ৫টি সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। আগামীতে সারা বাংলাদেশে ৫০০ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ ও ২০ টি কম্পিউটার ও সেলাই প্রশিক্ষন কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে। রাউজান প্রতিনিধি