রাউজানে সবুজ বিপ্লব

19

তৈয়ব চৌধুরী, রাউজান

সবজি উৎপাদনে বিপ্লবের ছোঁয়া লেগেছে রাউজানে। এই ক্ষেত্রে জাতীয় উৎপাদন বৃদ্ধির গড় হারের চেয়ে প্রায় তিন গুণ বেশি সবজি উৎপাদন হয় এ উপজেলায়। শীত মৌসুমে রাউজানে উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে নগরীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। গত তিন বছরে রাউজানে সবজি উৎপাদন গড়ে ২০ ভাগ বেড়েছে। পাশাপাশি বেড়েছে সবজির জন্য আবাদযোগ্য জমির পরিমাণও। যা এই সময়ে গড়ে প্রতি বছর রেকর্ড হারে বেড়েছে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর। উপজেলায় ১২৭০ হেক্টর জমিতে এবার চাষাবাদ হয় বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর। খাদ্য উৎপাদনে সাফল্যের পর সবজি উৎপাদনের সাফল্য নজর কেড়েছে সবার।
স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, রাউজানে চাষ হয় হরেক রকমের সবজি। ফুলকপি, আলু, বেগুন, পটল, বরবটি, টমেটো, শিম, লাউ, কুমড়া, লাল শাক, মূলা, মূলা শাক, পোরল, কইন্দা, মদ্দাম কচু, বাঁধাকপিসহ নানান সবজি।
সরেজমিনে দেখা যায়, উপজেলার পৌরসভাধীন কাশখালীর দু’পাড়, কদলপুর, চিকদাইর, হলদিয়া, ডাবুয়া, বাগোয়ান, পূর্ব গুজরাসহ বিভিন্ন এলাকার প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক হারে সবজির উৎপাদন হচ্ছে। আগের তুলনায় এবার শাক-সবজির চাষাবাদ দ্বিগুণ হারে বেড়েছে। আবাদি জমির পাশাপাশি বর্তমানে পাহাড়ি অঞ্চলে ব্যাপক হারে শাক-সবজির চাষাবাদ হচ্ছে।
উপজেলার ফকিরহাটে গিয়ে দেখা যায়, উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শত শত কৃষক তাদের উৎপাদিত ফসল নিয়ে বাজারে বিক্রি করার জন্য এসেছেন। কেউ এনেছেন লাউ, কেউ ফুলকপি, কেউ বরবটি, শিম, করলা, লাল শাক, মূলা শাক ইত্যাদি। হাদলা ও কর্নফুলী নদীর তীরে উৎপাদিত সবজি গুণেমানে এবং স্বাদে অন্যান্য এলাকায় উৎপাদিত সবজির চেয়ে ভাল বলে দাবি করেন এখানকার চাষীরা। তারা জানান, এখানকার উৎপাদিত সবজির ভোক্তাও বেশী।
এদিকে গতকাল শনিবার পৌরসভায় আইপিএম ক্লাবের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠান শেষে বিভিন্ন সবজি বাগান পরিদর্শনে যান সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
জানা গেছে, শনিবার সকালে রাউজান পৌরসভার ৬ ও ৮ নম্বর ওয়ার্ডে শরীফপাড়া আইপিএম ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি। এতে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
এই অনুষ্ঠানেও জানানো হয় উপজেলাজুড়ে সবজি বিপ্লবের সফলতার কথা।
রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় আয়োজিত এবং কৃষক আব্দুস শুক্কুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও রিদুয়ানুল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, ২য় প্যানেল মেয়র সমীর দাশগুপ্ত, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আলী, কাউন্সিলর দিলীপ কুমার চৌধুরী, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিম উদ্দিন। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধো সাধন পালিত, ইখতিয়ার উদ্দিন, ছাবের হোসেন, আবু তৈয়ব, নাছির উদ্দিন প্রমুখ।