রাউজানে শিক্ষার্থীদের কাছ থেকে ময়লা ক্রয় করল পৌর মেয়র

12

রাউজান প্রতিনিধি

স্কুল খোলা। তাই ময়লার বস্তা নিয়ে হাজির শিক্ষার্থীরা। আর এটাকে একটি অনুকরনিয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন সচেতন মহল। কারন বিদ্যালয়ের সভাপতি জমির উদ্দিন পারভেজ পৌরসভার মেয়র হওয়ার পর রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশনা অনুযায়ী পৌরসভাকে পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে নানা শ্রেণির মানুষের কাছ থেকে নির্বাচিত হওয়ার পর থেকে ময়লা সংগ্রহ করে দেশ জুড়ে প্রশংসিত হচ্ছে।
এই কর্মকাÐকে স্বাগত ও সম্মান জানিয়ে ২৩ জুন রাউজানের ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনের শিক্ষার্থীরা হাজার হাজার ময়লার বস্তা নিয়ে হাজির হল বিদ্যালয়ে মাঠে। এসময় বিদ্যালয়ের সভাপতি ও পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত আবর্জনা সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল­ুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দিপলু দে দিপু, উত্তর জেলা ছাত্রলীগ এর সাবেক উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, রাউজান উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাবের হোসেন, সবুজ দে ভানু, বেলাল হোসেন সিফাতসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।