রাউজানে মিলাদুন্নবী মাহফিল

11

রাউজান প্রতিনিধি

উত্তর সর্তা জাগরণী ক্লাব : রাউজান উত্তর সর্তা জাগরনী ক্লাবের মিলাদুন্নবী মাহফিল উপলক্ষে সুন্নী সমাবেশে অধ্যক্ষ আল্লামা শাহসূফি আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন আল-কাদেরী (মা.জি.আ) বলেছেন, নবীর সঠিক পরিচয় জানতে হবে, তার সব গুণকে নিঃশর্তভাবে বিশ্বাস করতে হবে এবং নবীজি সম্পর্কে আল্লাহর হুকুম কী, সেই জ্ঞান অর্জন করে সেভাবে ইবাদত করাই ইবদাত।
গত ১৫ অক্টোবর রাতে জাগরনী ক্লাবের বিশাল জসনে ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলে প্রধান অতিথির তকরির করছিলেন। উত্তর সর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসা ময়দানে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাস্টার মোহাম্মদ আলী। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক (মা.জি.আ)। এতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও অনুষ্ঠানের আহবায়ক মো. হারুন পাশা।
অনুষ্ঠানে প্রথম পর্বে সকালে ক্লাবের সেক্রেটারি মুহাম্মদ জাফরের সঞ্চালনায় রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর পুত্র ফারাজ করিম চৌধুরী ও ইঞ্জিনিয়ার ফারহান করিম চৌধুরীর আশু রোগ মুক্তি কামনা করে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তকরির করেন মাদ্রাসা সহ সুপার আল্লামা শামসুল আলম নঈমি, মাওলানা আবদুল মান্নান, মাওলানা ইউছুফ, মাওলানা আবদুল আজিজ।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মুহাম্মদ মুসা, মো. ইদ্রিস, এজাহার মিয়া, মুহাম্মদ শফি, সাংবাদিক নুর মোহাম্মদ রানা, মো. নাসির, মাস্টার আলাউদ্দিন, মো. নুরুল আজম চৌধুরী, মো. আয়ুব, মো.আবছার, এডভোকেট রেয়াজ মঞ্জুরুল হক, মাস্টার ওসমান গণী, মো. রফিক, মো. মহিউদ্দিন, মো. ইসমাইল, সেক্রেটারি মো. জাফর, মাওলানা নেজাম সিদ্দিকী, মো. সালাউদ্দিন, গোলাফ রহমান, মো. বদর, মো. গিয়াস উদ্দিন, আবু সুফিয়ান, জামসেদ, রুকন,তসলিম, ডাক্তার পারভেজ রানা, শাহাদৎ, আবু সাইদ, ফয়সাল, মো. হাবিব প্রমুখ। পরে মিলাদ কিয়াম শেষে আখেরি মোনাজাত করেন পীরে ত্বরিকত আল্লামা শাহসূফি আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন আল-কাদেরী (মা.জি.আ)।
খন্দকার বাড়ি সমাজ কল্যাণ পরিষদ : রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নস্থ নদীমপুর খন্দকার বাড়ি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন এম সরোয়ার্দী সিকদার। মাওলানা জুবাইদুল আলমের সভাপতিত্বে ও সংগঠক মোহাম্মদ জাহেদুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ ওমর ফারুক নঈমী, বিশেষ বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ গাজী মঈনুদ্দীন রেজভী আল কাদেরী, বিশেষ বক্তা ছিলেন মাওলানা তরিকুল ইসলাম মাইজভান্ডারী, হাফেজ কারী মাওলানা মোহাম্মদ রহমত উল্লাহ সিদ্দিকী, মাওলানা মোহাম্মদ নওশাদ হোসেন।
বক্তব্য রাখেন মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ কাদের, মোহাম্মদ সাব্বির, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ সানি,মোহাম্মদ জিবলু, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ মানিক, মোহাম্মদ রিজান, মোহাম্মদ নূর উদ্দিন, মোহাম্মদ রবি, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ তারেক, মোহাম্মদ নেজাম প্রমুখ।