রাউজানে মাস্ক নিয়ে উদ্বুদ্ধকরণ সভা

21

কোভিট-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার মাস্ক পরার নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে রাউজান পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ। ইউনিয়নের জনসাধারন ও পথচারিদের মাঝে মাস্ক বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং এবং উদ্বুদ্ধকরণ সভা ও মাসব্যাপী মাস্ক বিতরন ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ। সভায় মাস্ক বিতরনের পাশাপাশি এলাকার লোকজনের মাঝে সচেতনামুলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। পরে পরিষদ সংলগ্ন দোকান থেকে শুরু করে কাঁচা বাজার, মুদির দোকান, বিপনী বিতান, ওষুধের দোকানের ব্যবসায়ী, ক্রেতা, ইমাম-মোয়াজ্জীন, ভবঘুরে, রিকশা চালক, পরিবহন শ্রমিক ও চালক, যাত্রী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে যাদের মুখে মাস্ক ছিলনা তাদের মাস্ক পরিয়ে দেন ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ। সভায় করোনার বিস্তার রোধে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার আহব্বান জানানো হয়। মাস্ক না পরলে আইনে আওতায় আনার হুশিয়ারি উচ্চারণ করে ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ। এসময় ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ বলেন, মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারলেও আমরা করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে পারব ইনশাল্লাহ। ইউনিয়ন পরিষদের সচিব ইমাম হাসানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন মগদাই পুলিশ ফারির ইনচার্জ মো. শফিকুর রহমান, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, দক্ষিণ রাউজান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাফায়েত হোসেন তৌহিদ,আওয়ামীলীগ নেতা আবু তৈয়ব, লিটন দে, যুবলীগ নেতা আবদুল মন্নান সোহেল, এম ইব্রাহিম, মো. আরিফ, আলী আকবর জয়, ইউপি সদস্য আবদুল মালেক, মো. ইসমাইল হোসেন, মো. জামাল উদ্দিন, সাইফুল ইসলাম লিটন, মো. রাশেদ, জাহানারা আকতার, গোলাপী বড়ুয়া প্রমুখ।