রাউজানে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

23

সারা দেশের মতো রাউজানেও গত শনিবার ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন টিকাদান কেন্দ্রসমূহে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য অফিস জানায়, ৬ মাস বয়স থেকে ৫ বছর বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এদিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের বড়ঠাকুর পাড়া কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন রাউজান উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট এম. আনোয়ার চৌধুরী। এসময় ১০নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।