রাউজানে ভারী বর্ষণে বিভিন্ন এলাকা প্লাবিত

115

ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের শ্রোতে সর্তাখাল ও ডাবুয়া খালের বিভিন্ন স্থানে ভাঙন সৃষ্টি হয়ে পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে রাউজানের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। গত চারদিন থেকে ভারী বর্ষণ হলে রাউজানের সর্ত্খাালের হলদিয়া বইজ্যারহাট, বড়–য়া পাড়া, উত্তর সর্তা, পশ্চিম ডাবুয়া সেন বাড়ি, চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা, হক বাজার, নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহ নগর, নতুন হাট, গহিরা ইউনিয়নের দলই নগর, পশ্চিম গহিরা এলাকায় পাহাড়ী ঢলের শ্রোতে সর্তা খালের ভাঙন সৃষ্টি হয়ে পাহাড়ী ঢলের শ্রোতের পানি ভাঙ্গন দিয়ে প্রবাহিত হয়ে এলাকার মানুষের বাড়ী ঘর ফসলী জমি জনগনের চলাচলের সড়ক পানিতে ডুবে যায়। গত বছরের বর্ষার মৌসুমে যে ভাবে বন্যা হয়। রাউজানে কয়েকটি খাল খনন করায় এবৎসর বর্ষার মৌসুমে খনন করা খাল দিয়ে দ্রæত গতিতে পানি নেমে যাওয়ায় পূর্বের মতো বন্যা হয়নি। অপরদিকে খভারী ভর্ষন ও পাহাড়ি ঢলের শ্রোতের পানিতে ডাবুয়া খালের ডাবুয়া খামার বাড়ি কন্দিপাড়া, রামনাথ পাড়া, রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডেও ক্ষেত্রপাল এলকায় ভাঙন সৃষ্টি হয়ে পাহাড়ি ঢলের ¯্রােতের পানিতে ডাবুয়া রামনাথ পাড়া, কেউকদাইর, সুলতানপুর বড়বাড়ী পাড়া চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের সরতের দোকান, বেরুলিয়া, পানিতে ডুবে যায়। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের স্রোতের পানি নেমে রাউজানের দক্ষিণ হিংগলা, ঢেউয়া পাড়া, হাজী পাড়া, শারীপ পাড়া, সুলতানপুর ছিটিয়া পাড়া, বণিক পাড়া, সন্দিপ পাড়া, সুলতানপুর কাজী পাড়া, পশ্চিম সুলতানপুর, চিকদাইর ইউনিয়নের দক্ষি সর্তা গহিরা ইউনিয়নের দলই নগর, নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহ নগর, নদীম পুর, পশ্চিম ডাবুয়া লাঠিছড়ী, রাধামাধবপুর, গহিরা মোবারক খীল, পশ্চিম গহিরা, বিনাজুরী ইউনিয়নের লেলাঙ্গারা, জাম্বইন, ইদিলপুর, পশ্চিম বিনাজুরী, রাউজান ইউনিয়নের কেউটিয়া খলিলাবাদ, মঙ্গল খালী, পশ্চিম রাউজান, কদলপুর ইউনিয়নের পশ্চিম কদলপুর, পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা, আধারমানিক, বড়ঠাকুর পাড়া, হোয়ারা পাড়া, পশ্চিম আধার মানিক, পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া ডোমখালী, বদু মুন্সি পাড়া মীরধার পাড়া, সরকার পাড়া, উরকির চর ইউনিয়নের মীরা পাড়া, উরকিরচর, খলিফার ঘোনা, আবুর খীল, হারপাড়া, সার্কদা, নোয়াপাড়া ইউনিয়নের পটিয়া পাড়া, কচুখাইন, মোকামী পাড়া, উভলং, বাগোয়ান ইউনিয়নের গশ্চি, পাচখাইন, কোয়ে পাড়া খেলার ঘাট, পাহাড়তলী ইউনিয়নের খৈয়া খালী, বদু পাড়া দেওয়ান পুর, মহামুনি এলকার কিছু অংশ প্লবিত হয়। কর্ণফুলী নদী ও হালদা নদী দিয়ে আসা পাহাড়ী ঢলের স্রোতের পানির পাশাপাশি জোয়ারের পানিতে এলাকার বাসিন্ধাদের বসতবাড়ী, ফসলী জমি জনগনের চলাচলের সড়ক পানিতে ডুবে গেছে। এ বিষয়ে সুলতানপুরের বাসিন্ধ ফরেস্টার অমল কান্তি জানান, আমার আজ দুই ধরে পানি বন্ধি হয়ে আছি। রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াাজ মোরশেদ বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে সর্তা খাল ও ডাবুয়া খালের কয়েকটি স্থানে ভাঙন সৃষ্টি হয়েছে। খনন করা খাল দিয়ে পানি দ্রæত গতিতে নেমে যায়ায় অনান্য বৎসরের মতো রাউজানে বড় ধরনের বন্যা হয়নি।