রাউজানে বৌদ্ধ ধর্মাবলম্বী মহিলার সৎকার করেছেন নিষ্ঠা ফাউন্ডেশন

34

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষেরই মৃত্যুর পর যথাযথ মর্যাদায় সমাহিত হওয়ার অধিকার রয়েছে। পবিত্র ধর্ম ইসলামেও ভিন্ন ধর্মাবলম্বীর স্বার্থ সংরক্ষণ ও সম্মান দানের নির্দেশনা রয়েছে। তাই জনকল্যাণমূলক সংস্থা নিষ্ঠা ফাউন্ডেশন করোনাকালীন দল-মত নির্বিশেষে যে কোন মৃত ব্যক্তি ও রোগীর সেবা দিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় গত ১৮ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী রাউজান গুজরা নিবাসী বৌদ্ধ ধর্মাবলম্বী উপাসিকা শিখা রাণী-এর গোসল ও সৎকার যথাযথ ধর্মীয় মর্যাদায় সম্পাদনে সার্বিক সহযোগিতা করেছে নিষ্ঠা ফাউন্ডেশনের সুপ্রশিক্ষিত স্বেচ্ছাসেবক টিম। গোসল ও শেষকৃত্য অনুষ্ঠান সম্পাদনে অংশগ্রহণ করেন সংস্থার স্বেচ্ছাসেবক টিম লিডার হাফেজ মাওলানা আতাউল করিম, সহ-প্রধান কায়ছার শাহ, সাব্বির উদ্দীন তানভীর, মাহামুদুল হাসান জুয়েল, আব্দুল কাইয়ুম, হাফেজ নুর করিম, আরিফ সালমান। এ সময় উপস্থিত সার্বজনীন পূণ্যচন্দ্র বিহারের অধ্যক্ষ অনুরূদ্ধ ঠের। তিনি এলাকাবাসীর পক্ষ থেকে নিষ্ঠা ফাউন্ডেশনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, নিষ্ঠা ফাউন্ডেশন জাতি ধর্ম নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের পাশে থেকে গোসল-কাফন-দাফন-জানাযা, সৎকার কার্যক্রমে যেভাবে করেছে যাচ্ছে- তা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির হয়ে থাকবে। তিনি সংস্থার কার্যক্রমের ভ‚য়সী প্রশংসা ও সার্বিক সাফল্য কামনা করেন। বিজ্ঞপ্তি