রাউজানে বৃক্ষরোপণ কর্মসূচি

14

রাউজান প্রতিনিধি

রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারে মনোনীত হওয়ায় রাউজান সদর ইউনিয়নের সাহেব বিবি সড়কে সর্বস্তরের জনসধারনের উদ্যোগে ও প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকনের ব্যবস্থাপনায় কয়েক হাজার বৃক্ষের চারারোপণ এবং বিতরণ করা হয়েছে। গত সোমবার প্রধান অতিথি থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন রাউজান সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হিরু। ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান এম মোজাম্মেল হক খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাবিবুল জাকারিয়া রাসেল, ইউপি সদস্য সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোবারক আলী, ফরিদুল আলম চৌধুরী, আইয়ুব মিয়া ফজলুল করিম ফজু, ফজলুল কবির, মো. ইসমাইল, আইয়ুব মিয়া, মো. ইউসুফ, মো. কাদের, দুলিলুর রহমান দুলাল, ফরিদ মিয়া, হাফেজ মনছুর, আলাউদ্দিন, তারেক, মো. জাবেদ, মাহাবুবুল আলম, মোবারক আলী, বাদশা মিয়া, মো. ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। এসময় স্থানীয় মধ্য রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, পৌরসভার পশ্চিম রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই এলাকার তারেক মান্নান হেফজ খানার সকল শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে উন্নতমানের গাছের চারা বিতরন করা হয়।
অন্যদিকে রাউজানের পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবিএম ফজলে রাব্বি চৌধুরী উদ্যোগে সম্প্রতি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মোরশেদ আলমের সভাপতিত্বে অতিথি ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর শওকত হাসান, সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল আমিন, বিদ্যালয়ের সহ সভাপতি মো.সালাউদ্দিন, আবদুল মোমেন শরীফ, বৃত্তি পরিচলনা কমিটির সচিব মিল্টন কুমার ঘোষ, দিদারুল আলম, ইকবাল হোসেন, সৈয়দ ইমরান আলী শাফী, সৈয়দ সাহেদ আলী সুমন, প্রধান শিক্ষক অনুপম দাশগুপ্ত, শামিম আরা, মো. সোলেমান, সুবাল দাশগুপ্ত, সুজিত দেব, দীপক কুমার দাশ, এসএম মহিউদ্দিন।