রাউজানে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

6

রাউজান প্রতিনিধি

রাউজানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন উপলক্ষে ফ্রি খৎনা, নাক ও কর্ন ছেদন, রোগ নির্ণয়সহ মোট ৫০০ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ১৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে দিন ব্যাপী স্থানীয় মাঠে উরকিরচর ইউনিয়নের আলোকিত সংঘের উদ্যোগে এ আয়োজন হয়। এ উপলক্ষে সকালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডা. শেখ শফিউল আজম। প্রধান আলোচক ছিলেন দেশটিভির চট্টগ্রাম বিভাগীয় প্রধান সৈয়দ আলমগীর সবুজ। উদ্বোধক ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। সংগঠনের সভাপতি নুরুউদ্দিনের সভাপতিত্বে ও সাকিবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের বোর্ড সদস্য মো. আনোয়ার আজম, প্রাইমারী চিকিৎসক সোসাইটির চেয়ারম্যান মাহাবুবুল আলম, সমাজসেবক সালাউদ্দিন তালুকদার। বক্তব্য দেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, এস এম ইউসুফ উদ্দিন, গাজী জয়নাল আবেদীন। উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সভাপতি আবু জাহেদ মুনসুর, মুবিনুল হক, কামাল হোসেন রাশেদুল ইসলাম তারেক, আজিজুল হক এরশাদ, আকবর হোসেন, অর্থসম্পাদক, কফিলউদ্দিন মুন্না, প্রচার সম্পাদক, আবু সাইদ, সহ সাংগঠনিক মহসিন হাসান রিদয়, সহ অর্থসম্পাদক, নূরুল আনোয়ার ফাহিম, ধর্মস্মপাদক, হান্নান রাব্বি, সেকান্দর আলম প্রমুখ। এতে সার্বিক সহযোগিতা করেন প্রাইমারি চিকিৎসক সোসাইটি ও কর্ণছেদন এ রবিউল হোসেন খোকন। এসময় ৫৫ জনের ফ্রী খৎনা, ১০৫ জনের কর্ণ চেদন, ২০০ জন ডায়াবেটিস পরীক্ষা, ২৬০ জনকে ঔষধ ও চিকিৎসাসেবা দেওয়া হয়। ১৫ অক্টোবর মিলাদ মাহফিল দরবারে কামালিয়ার সাজ্জাদানশীন আলহাজ¦ মাওলানা হোসেন কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের উপদেষ্টা হযরত রুস্তম শাহ (রহ) দাখিল মাদ্রাসার শিক্ষক মরহুম দৌলত হোসেন এর মৃত্যুতে শোক প্রকাশ ও মাগফেরাত কামনা করা হয়। পরে আখেরি মোনাজাতের মাধ্যমে ২দিন ব্যাপী কর্মসূচীর সমাপ্তি হয়।