রাউজানে বিজয় মঞ্চে মুক্তিযোদ্ধা সম্মাননা ও প্রতিবন্ধী সমাবেশ

26

 

রাউজানে ‘মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙালির অহংকার’ ¯েøাগানে বিজয় মঞ্চে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও প্রতিবন্ধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর রাত ৮টায় রাউজান সরকারি কলেজ প্রাঙ্গণে রাউজান মুক্তিযুদ্ধের বিজয়মেলা উদ্যাপন পরিষদের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন চবি’র সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন কলামিস্ট ড. মুহাম্মদ মাসুম চৌধুরী।
রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সার্বিক তত্ত¡াবধানে সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী। সাবেক ছাত্রনেতা দিপলু দে দীপুর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ২য় প্যানেল মেয়র এড. সমীর দাশগুপ্ত, কাউন্সিলর শওকত হাছান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা দিদারুল আলম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব শওকত হোসেন প্রমুখ। সভা শেষে চট্টগ্রামের খ্যাতনামা শিল্পী ও রাউজান শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি