রাউজানে বাল্যবিয়ে বন্ধ করলো সেন্ট্রাল বয়েজের হেল্প ডেস্ক টীম

46

রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের ৬ষ্ট শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পুত্র ফারাজ করিম চৌধুরীর তত্ত¡াবধানে পরিচালিত সেন্ট্রাল বয়েজ অব রাউজানের হেল্প ডেস্ক টীম। গত ১২ অক্টোবর এ ঘটনা ঘটে। জানা যায়, রাউজানের ২নং ডাবুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কান্দিপাড়া এলাকার জোস মোহাম্মদ চৌকিদারের বাড়ি নিবাসী মো. আবদুল মাবুদের কন্যা ৬ষ্ট শ্রেণির ছাত্রী ১৪ বছর বয়সী সাদিয়া আকতারের সাথে পার্শ্ববর্তী এলাকার এক যুবকের বিয়ের কথাবার্তা ঠিক হয়। গোপনে তাদের বিয়ে হবে এমন তথ্য পৌঁছে যায় হেল্প ডেস্ক টীমের কাছে। পরবর্তীতে সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর হেল্প ডেস্ক টীমের সদস্যরা মেয়েটির বাড়িতে গিয়ে বাল্য বিয়ের কুফল ও আইনগত সমস্যার ব্যাপারে তাদের অবগত করেন। এ প্রসঙ্গে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলাম জানান, রাউজানে ফারাজ করিম চৌধুরীর নেতৃত্বে বাল্যবিয়ে প্রতিরোধে আমরা কাজ করছি। গত সোমবার ডাবুয়ায় ১৪ বছর বয়সী ৬ষ্ট শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে হওয়ার কথা ছিল। গোপনে আমাদের কাছে এ তথ্য আসে। ফলশ্রুতিতে আমরা ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দিই। এসময় উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, নাজিম উদ্দিন মেম্বার, শাহরিয়ার হাসান সাকিব, মো. মিজানুর রহমান, আরফান গণি ফাহিম, ফরহানুল ইসলাম, সামির উদ্দিন প্রমুখ।