রাউজানে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথনে মানুষের ঢল

9

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শুরুতেই রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় শত ম্যুারাল স্থাপনের রেকর্ডের পর গতকাল শনিবার ব্যতিক্রমধর্মী বিশাল ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রাউজান ম্যারাথনও দেশের মধ্য রেকর্ড স্থাপন করল। রাউজান উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে দশ কিলোমিটার পর্যন্ত অনুষ্ঠিত এই ম্যারাথনে অংশ নিয়েছে রাজনীতিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে এই ম্যারাথনকে স্মরণকালের শ্রেষ্ঠ এবং নান্দনিক হিসেবে উল্লেখ করেন বক্তারা। গতকাল শনিবার সকাল ৯টায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের উপজেলার প্রবেশদ্বার পৌরসভার ১নম্বর ওয়ার্ডের গহিরা সত্তারঘাট হালদা সেতু এলাকা থেকে শুরু হয়ে ২ ঘণ্টা ২০ মিনিট পর্যন্ত পায়ে হেটে জলিলনগর বাস স্টেশনে এসে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় দশ কিলোমিটারব্যাপী এই ম্যারাথন কর্মসূচি। এতে শনিবার সকাল ৯টায় সত্তারঘাট এলাকায় বেলুন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির সূচনা করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, এ কর্মসূচির মাধ্যমে রাউজানের মানুষ বঙ্গবন্ধুর প্রতি যে ভালবাসা দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। ‘আমার রাজনীতি দেশের জন্য। দেশের প্রতি দায়িত্ববোধ এবং যার কারণে আমরা এই দেশ অর্জন করেছি সেই জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার অংশীদার হিসেবে আমি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও রাউজান পৌরসভার নবনির্বাচিত মেয়র জমির উদ্দিন পারভেজের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, সংগঠক ফারাজ করিম চৌধুরী, সহকারী কমিশনার অতীশ দর্শী চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, সৈয়দ হোসেন কোম্পানী প্রমুখ।-রাউজান প্রতিনিধি