রাউজানে বঙ্গবন্ধু ম্যারাথন শনিবার

49

এক হাজার নারীসহ ২ হাজার মানুষের ১০ কিলোমিটার ম্যারাথন হবে পিংক সিটি রাউজান উপজেলায়। আগামী শনিবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের সত্তারঘাট থেকে জলিলনগর পর্যন্ত এ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে। নারী-পুরুষদের পরনে থাকবে মুজিব জন্মশতবর্ষের লোগো সম্বলিত লাল-সবুজ শাড়ি ও টি শার্ট। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোনায়েদ কবীর সোহাগ এসব তথ্য জানান। পরে ম্যারাথন উপলক্ষে নির্দিষ্ট কালারের শাড়ি ও গেঞ্জি বিতরণ করেন ম্যারাথনের পৃষ্ঠপোষক ও রাউজানের সাংসদ এবং রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়াম লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, সহকারি কমিশনার অতিশ দর্শী চাকমা, পৌরসভার নবনির্বাচিত মেয়র জমির উদ্দিন পারভেজ, ওসি আবদুল্লাহ আল হারুন, অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম,ওসি (তদন্ত) কামরুল হাসান, কৃষি অফিসার শাব্বির আহমেদ, মেডিকেল অফিসার নুর আলম দ্বীন, সমাজ সেবা কর্মকর্তা মনির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান প্রমুখ।-রাউজান প্রতিনিধি