রাউজানে ফজলে করিম এমপির সম্প্রীতির মেলা

103

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪র্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রায় ২৫ হাজার মানুষের অংশগ্রহণে ‘সম্প্রীতির মেলা’র আয়োজন করেছেন ফজলে করিম চৌধুরী। উপজেলার পিংক সিটি-১ এ অবস্থিত মিড পয়েন্ট রিসোর্ট সেন্টার সেজেছিল বর্ণাঢ্যরূপে। গতকাল শুক্রবার সকাল থেকে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য সম্প্রীতির মেলায় ছিল প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান, গ্রাম্য পিঠাপুলি উৎসব, র‌্যাফেল ড্রসহ নানান আয়োজনে মূখরিত ছিল পুরো মিড পয়েন্ট রিসোর্ট এলাকা।
এতে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ সম্পাদক এইচ এন আশিকুর রহমান এমপির সহধর্মীনি রেহেনা আশিক। এবিএম ফজলে করিম চৌধুরী এমপির সভাপতিত্বে এবং রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সুমন দে’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক এইচ এন আশিকুর রহমান
এমপি, তাঁর সহধর্মীনি রেহানা আশিকুর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, নিজাম উদ্দিন হাজারী এমপি, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক প‚র্বকোণের সম্পাদক জসীম উদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, এবিএম ফজলে রাব্বি চৌধুরী, এবিএম ফজলে সহিদ চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী আবদুল ওয়াব, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন, সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের প্রতিষ্ঠাতা ফারাজ করিম চৌধুরী, মিড পয়েন্ট রিসোর্ট সেন্টারের সত্ত্বাধিকারী কামাল উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত চিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান, ইউএনও শামীম হোসেন রেজা, ডিএসবির এসপি সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইমরান হোসেন, ব্যবসায়ী আবদুস ছালাম, ব্যবসায়ী তরফদার রুহুল আমিন, আ’লীগ নেতা জসিম উদ্দিন শাহ, ব্যবসায়ী শাহরিয়ার রাহাত, মঞ্জুরুল আলম চৌধুরী, সাংবাদিক খোরশেদ আলম, তপন চক্রবর্ত্তী, মোহাম্মদ আলী, রতন কান্তি দেবাশীষ, নজরুল ইসলাম, মঞ্জুরুল আলম মঞ্জু, রাউজান উপজেলা ভাইস-চেয়ারম্যান নুর মোহাম্মদ, মহিলা ভাইস-চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, নগর যুবলীগ নেতা দিদারুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোরুারুল ইসলাম, ভূপেশ বড়–য়া, জাফর আহমদ, আওয়ামী লীগ নেতা কাজী মো. ইকবাল, আলমগীর আলী, সাইফুল ইসলাম চৌধুরী রানা, নজরুল ইসলাম চৌধুরী, আজিজুল হক কোম্পানী, সৈয়দ হোসেন কোম্পানী, জসিম উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, সরোয়ার্দী সিকদার, শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরু, মো. রোকন উদ্দিন, সুকুমার বড়ুয়া, আব্বাস উদ্দিন আহমেদ, লায়ন সাহাবুদ্দিন আরিফ, অ্যাড. সমীর দাশগুপ্ত, মফজল হোসেন, আহসান হাবিব চৌধুরী, আবু জাফর মো. রাশেদ, দিদারুল আলম, তপন দে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, নুরুল আমিন, আবদুল লতিফ, এসএম লিটন, ইসহাক ইসলাম, হাসান মো. রাসেল, জিয়াউল হক রোকন, মুছা আলম খান চৌধুরী, আবু সালেক, জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন চৌধুরী, অনুপ চক্রবর্ত্তী, মো. আসিফ, আরমান সিকদার, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলাম, ফয়সাল মাহমুদসহ জেলা, উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।