রাউজানে ফকিরটিলা বাজারে মাইজভান্ডারী মাহফিল

256

আওলাদে রাছুল (দ.) সাজ্জাদানশীনে মাইজভান্ডারী, শাহজাদে গাউছুল আজম হযরত শাহ্ছুফি মাওলানা হযরত ছৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল মাইজভান্ডারী বলেন শয়তান থেকে দুরে থাকতে পারলেই মানুষ মুমিন বান্ধাই পরিন হয়। তাই সকল মুসলিম নরনারী, ইবদাতের মাধ্যমে এই শয়তান থেকে দুরে থাকতে পারলেই ইহকাল ও পরকালে মুক্তি সম্ভব। ঈদে মিলাদুন্নবী উপল্েকষ তিনি গত সোমবার উপজেলার হলদিয়া ফকিরটিলা বাজারে আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের আয়োজনে এক বিশাল মাইজভান্ডারী মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে এ কথা বলেন। এতে আলোচক ছিলেন হযরত মাওলানা নিজামুল হক মাইজভান্ডারী, হযরত মাওলানা শায়েস্তা খান আল আজাহারী মাইজভান্ডারী, হযরত মাওলানা দিদারুল আলম মাইজভান্ডারী, হযর মাওলানা জাকির হোসেন মাইজভান্ডারী, হযরত মাওলানা মুফতি শামছুল আরেফিন নিজামী। মোহাম্মদ আবছার উদ্দিনের সঞ্চালনায় অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, রহমানিয়া দরবার শাখার সভাপতি ইউনুছ মিয়া, আবু তালেব, একেএম জামাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা সাহাবুদ্দিন সাবু, আবদুল মান্নান, মমতাজ ভান্ডারী, জামাল পাশা, জামাল উদ্দিন, মো. রুবেল, ইউনুছ কন্ট্রাক্টর, আবু তৈয়ব মেম্বার, কালু ফকির, হাজী আবদুল কুদ্দুছ জুনু, মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস মাস্টার, আবু তৈয়ব মাস্টার, জাফর আহমদ মুন্সি, মাওলানা আবদুল কাদের, মাওলানা আইয়ুব আলী আনচারী, এমরান কাদের, মো.আনোয়ার, মো.নাছির, আবু তাহের, মো.রিফাত, মো. নাঈম, মো.ইসমাইল, ইউছুফ কন্ট্রাক্টর।