রাউজানে প্রিয়রঞ্জন-রেণুপ্রভা ফাউন্ডেশনের ধর্মসভা

17

রাউজান উপজেলাধীন ধূমারপাড়া গ্রামের আনন্দ বিহারে প্রিয়রঞ্জন-রেণুপ্রভা ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং বিহার কমিটির সহযোগিতায় গত ১ সেপ্টেম্বর দিনব্যাপী মধুপূর্ণিমা ও একক সদ্ধর্ম দেশনা অনুষ্ঠিত হয়। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধপূজা, সীবলী মহাস্থবির পূজা, উপগুপ্ত মহাস্থবির পুজা, অর্হৎ সংঘের পূজা, সংঘদান, বিদর্শন ভাবনা, হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও আকাশ প্রদীপ (ফানুশ) উত্তোলন। ধূমারপাড়া গ্রামের প্রিয়রঞ্জন বড়ুয়া ও তার সহধর্মিনী রেণুপ্রভা বড়ুয়া প্রয়াণের ষান্মসিক উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের পৃষ্টপোষকতা দান করেন প্রিয়রঞ্জন-রেণুপ্রভা ফাউন্ডেশন। দিনের প্রথম পর্বের পূজাপর্ব পরিচালনা করেন ধূমারপাড়া আনন্দ বিহারের অধ্যক্ষ জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু। অষ্টপরিস্কারসহ সংঘদান পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি দেবানন্দ মহাথের, প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সুমেধানন্দ মহাথের। মধুপূর্ণিমা শীর্ষক ধর্মালোচনা করেন সুমিত্তানন্দ থের, দেববংশ থের, করুণানন্দ ভিক্ষু ও মহানাম ভিক্ষু। স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি সমীরণ বড়ুয়া। দ্বিতীয় পর্বে একক সদ্ধর্ম দেশনা করেন বাঙ্গালহালিয়া নন্দবংশ ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক বিদর্শনাচার্য নন্দবংশ মহাথের। এসময় অষ্টশীল ও পঞ্চশীল প্রার্থনা করেন বিজয় বড়ুয়া ও সজল বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও প্রিয়রঞ্জন-রেণুপ্রভা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উজ্জ্বল কান্তি বড়ুয়া। পুণ্যদানে অংশনেন প্রকৃতি রঞ্জন বড়ুয়া, প্রমতোষ বড়ুয়া, বিধান বড়ুয়া, গৌতম বড়ুয়া, সুশীল বড়ুয়া, নেপাল বড়ুয়া, শরণ বড়ুয়া, রুদয়ন বড়ুয়া, অমল বড়ুয়া, প্রবারণ বড়ুয়া, কনক বড়ুয়া, বিটু বড়ুয়া, চন্দন বড়ুয়া, শাওন বড়ুয়া, সাগর বড়ুয়া, প্রকাশ বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি