রাউজানে পথশিশু-এতিমদের উপহার ও আর্থিক সহায়তা প্রদান

5

রাউজান প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে শতাধিক পথশিশু ও এতিম শিশুর মাঝে উপহার বিতরণ ও অস্বচ্ছল পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় গত রবিবার বিকেলে পৌরসভার কনফারেন্স হলরুমে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
এতে মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, ‘বঙ্গবন্ধু জন্মেছিল বলে এদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের জন্য সবার উচিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে থাকা। আমরা রাউজানবাসী আমাদের এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধুকন্যার পাশে থেকে তাঁর প্রতিটি নির্দেশনা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ’।
আরফানুল ইসলাম আবীরের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি কামরুল হাসান বাহাদুর, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী, মো. সালাউদ্দিন, ছাবের হোসেন, ইমরান হোসেন ইমু, মঈনুদ্দিন মোস্তফা, মোহাম্মদ আসিফ, ওয়াহেদ বাবলু, হাসান তানভীর চৌধুরী, তারেক চৌধুরী, মিজানুর রহমান, নাছির উদ্দিন, নকীব সিদ্দিকী, তৌহিদুল ইসলাম।