রাউজানে নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা

27

রাউজানে নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষার্র্থীদের একটি কক্ষে জড়ো করে কোচিং সেন্টার পরিচালনা করার দায়ে ২০ হাজার টাকা অর্থ দন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুুুুুুুুুপুরে উপজেলার কদলপুর ইউনিয়নের ইশান ভট্টেরহাটের এ্যাম্বিশন নামের কোচিং সেন্টারে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোনায়েদ কবির সোহাগ বলেন, সরকার ঘোষিত কোচিং সেন্টার বন্ধ ও করোনা ভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে সরকারের নেয়া সিদ্ধান্তকে অমান্য করে কোচিং সেন্টারটি চালাচ্ছিল খোকন মিয়াসহ কয়েকজন। তাঁদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে সেন্টার অনেক আগেই নিষিদ্ধ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে কেউ যাতে জড়ো না হয় সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার। আর সরকারী ঘোষণা অমান্য করে এখানে শিক্ষার্থীদের জড়ো করে কোচিং সেন্টার চালানো হচ্ছিল। একারণে অভিযান চালিয়ে কোচিং সেন্টারটি বন্ধ করে দেওয়া হয় এবং ২০ হাজার টাকা অর্থ দÐ দেওয়া হয়েছে।