রাউজানে তান্ডবলীলা বন্ধে ঢাকায় রাউজানবাসীর মানববন্ধন

66

প্রায় আড়াই মাস ধরে চলা চট্টগ্রাম জেলার রাউজানে নারকীয় সন্ত্রাস বন্ধের ব্যাপারে মাননীয় প্রধান মন্ত্রী সমীপে আকুল আবেদন এবং ঢাকা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সাবেক সহসভাপতি ও প্রফেসর ডঃ আবুল মনছুরের বাড়ীঘর ভাংচুর এবং তাকে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দিয়ে অযথা হয়রানি করা হচ্ছে। এ ধরনের ন্যাক্কারজনক কার্যক্রম বন্ধের দাবীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ রাউজানবাসীর এ বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মৌলানা রাকিব উদ্দীন, মাসুদ ইকবাল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, প্রফেসর ডঃ আবুল মনছুরকে মোবাইলে অশ্রাব্য গালীগালাজ সহ তাকে গুলি করার হুমকি দেয়া হচ্ছে। জাতির বিবেক নামক খ্যাত শিক্ষকের যদি এ অবস্থা হয়, আমরা রাউজানবাসীর কি অবস্থা বিবেচনা করে দেখুন। শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদরাসার অনেক শিক্ষক, ব্যবসায়ী, চাকুরীজীবি সহ কেউ মামলা থেকে রেহাই পায়নি। আজ হাজার হাজার লোক রাউজান ছেড়ে বিভিন্ন এলাকায় অবস্থান করতে হচ্ছে। এ যাবৎ ৫২ টির অধিক বাড়ীঘর, ২৬টি এবাদতখানা, ১৮টি দোকানপাট ভাংচুর এবং লুটপাট হয়েছে। কাগতিয়া মাদরাসার অনেক দানবাক্স ভেঙ্গে টাকা পয়সা লুট করেছে। রাউজানের অভিভাবক মাননীয় এমপির মিথ্যা আশ্বাসে রাউজানবাসীরা হতাশ হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জেনেছি এ নারকীয় সন্ত্রাসের গডফাদার কর্তৃক আদেশ প্রাপ্ত হয়ে রাউজান থানার মাদ্রাসার শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের জোরপূর্বক আগামী ২৪ জুন মানববন্ধনে বাধ্য করা হচ্ছে। এধরনের কর্মকান্ড বন্ধে অবিলম্বে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপ-মন্ত্রীসহ জেলা প্রশাসনকে জরুরী হস্তক্ষেপ করার জন্য অনুরোধ জানানো হয়। মানববন্ধনে বক্তারা আরো বলেন, মানুষের আস্থার কেন্দ্রস্থল মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে হাজার হাজার রাউজানের গৃহহারা মানুষ যাতে ঘরে ফিরে তাদের চাকুরী-ব্যবসায় যোগদান করতে পারে সে ব্যবস্থা করা হউক। ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা গুলো অচিরেই প্রত্যাহার করা হউক। বর্তমানে অনেক বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া সমাধান হচ্ছে না। রাউজানের এ নারকীয় তান্ডব বন্ধের জন্য ১৬ কোটি মানুষের জননী মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।