রাউজানে জীবনুনাশক স্প্রে ও সুরক্ষাসামগ্রী বিতরণ

32

করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর আহব্বানে গত সোমবার সকালে রাউজান পৌরসভা এলাকার সকল মসজিদে জীবানুনাশক স্প্রে মেশিন ও উন্নতমানের মাস্ক, ব্লিচিং পাওডার, হ্যান্ড স্যানিটারিজসহ নানা সুরক্ষাসামগ্রী বিতরণ করেছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এতে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে কর্মসূচির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান, পৌর কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠননিক সম্পাদক জানে আলম জনি, পৌর কাউন্সিলর এড. দিলিপ কুমার চৌধুরী, শওকত হাসান, সংরক্ষিক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা, রাউজান পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী, দিপলু দে দিপু, বিনাজুরী ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল ইসলাম বাচ্চু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, তানভীর হোসেন, মো.ইকবাল, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মো. আসিফ, রাউজান শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মো. এরশাদ, বেলাল হোসেন সিপাত, মো.তারেক প্রমুখ।