রাউজানে জাতীয় বীমা দিবস পালিত

6

 

ন্যাশনাল লাইফ দক্ষিণ রাউজান মডেল জোনের উদ্যোগে জাতীয় বীমা দিবস পালিত। গত ১ মার্চ জাতীয় বীমা দিবস উপলক্ষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দক্ষিণ রাউজান মডেল জোনের উদ্যোগে র‌্যালি, বেলুন উত্তোলন, আলোকসজ্জা, লিপলেট বিতরণ ও আলোচনা সভা জোন প্রধান মো. আবুল কাশেম হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছ। অত্র জোনের উরকিরচর, নোয়াপাড়া, পূর্ব গুজরা, বাগুয়ান ও পাহাড়তলী অফিসের কর্মী কর্মকর্তাদের নিয়ে সারাদিন ব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. হাসানুজ্জামান, নিলুআরা, চন্দন বড়ুয়া, ছৈয়দ হোসেন, পারভীন আকতার, মমতাজ, লুৎফুন্নেছা, শারমীন আকতার, মনোয়ারা, পম্পা মুৎসুদ্দী, কামরুন নাহার, নুরুল মোস্তফা, মো. ইদ্রিস, ফেরদৌস বেগম, মো. সেকান্দর, দিপক কুমার, শওকত উল্লাহ খাঁন, অরুণ বড়ুয়া, অন্জন দে প্রমুখ। বক্তারা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করাতে অভিনন্দন জানান। গত বছর করোনাকালীন সময়ে প্রত্যেক আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসায় মন্দা ভাবের কবলে পড়লেও একমাত্র ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অধিক প্রিমিয়াম অর্জন ও ৮০০ কোটি টাকার বেশি দাবি পরিশোধ করে। যা বাংলাদেশের কোন কোম্পানির পক্ষে সম্ভব ছিল না। তাই কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। জোন প্রধান মো. আবুল কাশেম হিররু জানান, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৩৬ বছরে প্রায় ৫৫ লক্ষ বীমা গ্রাহক, সর্বমোট প্রায় ১২ হাজার কোটি টাকা প্রিমিয়াম আয়, ৪ হাজার কোটি টাকার বেশী লাইফ ফান্ড, ৪০৭৪ কোটি টাকা বিনিয়োগ, ৫০১৫ কোটি টাকার সম্পদ ও ৬৮৫০ কোটি টাকা দাবি পরিশোধ করে ইতোমধ্যে গ্রাহকের মনে স্হান করে নিয়েছে। উল্লেখ্য, বঙ্গবন্ধু ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন আলফা লাইফে যোগদান করে বীমা পেশায় আত্মনিয়োগ করেন। তাহার যোগদানের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সরকার ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করেন।