রাউজানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস

6

রাউজান প্রতিনিধি

‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগে প্রস্তুতি সবসময়’ এ প্রতিপাদ্যকে নিয়ে রাউজানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। গত রবিবার রাউজান উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন র‌্যালি, অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করে। র‌্যালি শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর চৌকস দল উপজেলা চত্বরে বিভিন্নভাবে অগ্নিকান্ড নির্বাপণ এবং ভূমিকম্পে আটকাপড়া ও দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের উদ্ধারের কলাকৌশল ও চিকিৎসার প্রয়োজনীয় পদক্ষেপসমূহের মহড়া প্রদর্শন করেন। মহড়া প্রদর্শন শেষে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলামসহ অনেকে।