রাউজানে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ

9

সাতদিনের সর্বাত্মক লকডাউন শুরুর দিন থেকে রাউজানে তা কঠোরভাবে পালিত হচ্ছে। গতকাল সোমবার সকাল থেকে চট্টগ্রাম-রাঙামাটি ও কাপ্তাই সড়ক একেবারেই ফাঁকা দেখা গেছে। স্বাস্থ্যসেবা, ফার্মেসি ও নিত্যপণ্যের প্রয়োজনীয় দোকান ছাড়া শপিংমলসহ প্রায় সবধরনের দোকানপাট বন্ধ ছিল। প্রতিদিন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযান ও পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। রাস্তায় মানুষ ছিল খুবই কম। রাস্তায় রিকশা, মোটর সাইকেল এবং জরুরি সেবার গাড়ি ছাড়া কোনো গণপরিবহন ছিল না। উপজেলা সদর, নোয়াপাড়া পথেরহাট এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ^বিদ্যালয় (চুয়েট) সংলগ্ন পাহাড়তলী বাজারে পুলিশের বসানো চেকপোস্টগুলাতে চলাচলরতদের জেরা করা হচ্ছে।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোনায়েদ কবীর সোহাগ বলেন, ‘লকডাউনের শুরু থেকে থেকে জনগণকে সচেতন করার বিষয়ে মনোযোগী আমরা।’ রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউন নিশ্চিত করার চেষ্টা করছে প্রশাসন। প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টহল দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে।’