রাউজানে গাযী সৈয়দ আব্দুল জলিলের ওরশ ও মাদ্রাসা, এতিমখানার উদ্বোধন

13

রাউজান প্রতিনিধি

শায়খ হযরত ছৈয়দ মুহাম্মদ আব্দুল জলিল শাহ (রহ.) এর ৫৮তম সালানা ওরশ মোবারক রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া গ্রামের মজিদাপাড়াস্থ জলিলীয়া রহমানিয়া দরবার শরিফে ১৫ মার্চ নানা কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কোরান, খতমে তাহলিল, খতমে গাউসিয়া, খতমে খাজেগান ও মিলাদ মাহফিল। এছাড়াও জলীলিয়া রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়। দরবারের সাজ্জাদানশীন শাহাজাদা ছৈয়দ মুহাম্মদ সরওয়ার আজমের সভাপতিত্বে আয়োজিত মিলাদ ও উদ্বোধনি মাহফিলে উদ্বোধক ছিলেন বেতাগী আস্তানা শরিফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরত গোলামুর রহমান আশরফ শাহ।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের মন্ত্রি পরিষদের সহকারী সচিব মুহাম্মদ রবিউল হাসান।
শাহাজাদা ছৈয়দ মুহাম্মদ দিদার আজমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা.মুহাম্মদ মোকতার হোসেন, দরবারে আস্তানা শরীফের ছোট শাহাজাদা ওবাইদুর রহমান পেডান শাহ, গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াসিন হোসাইন হায়দারী, অধ্যাপক মুহাম্মদ গিয়াস উদ্দিন, এডভোকেট মুহাম্মদ পেয়ার হোসেন, ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি মুহাম্মদ রবিউল হোসাইন সুমন, মুহাম্মদ জামাল হোসেন মেম্বার, মুহাম্মদ আহসান উল্লাহ, মুহাম্মদ ইলিয়াছ মিয়া তালুকদার, শাহাজাদা মুহাম্মদ জিলি, মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, মাওলানা মুহাম্মদ জাহেদ হোসেন, ছৈয়দ মুহাম্মদ সিরাজুর রহিম, মাওলানা মুহাম্মদ আব্দুল করিম, মাওলানা ছৈয়্দ মুহাম্মদ আলী আকবর,মাওলানা ছৈয়দ নাছির উদ্দিন, দুলাল মেম্বার ও ছৈয়দ মুহাম্মদ হাসনাইন মুর্শেদী সহ অনেকে। মাহফিল শেষে মিলাদ কিয়াম ও আখেরি মুনাজাতের মাধ্যমে পাচঁ সহ¯্রাধিক মুসল্লিদের মধ্যে ইফতার ও তবরুক বিতরণ করা হয়।