রাউজানে গাউসুল আযম জিলানী কনফারেন্স ও ফাতেহা ইয়াজদাহুম

112

রাউজানের পাহাড়তলী এলাকায় ‘গাউসুল আযম জিলানী কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী শেখপাড়া শাখার উদ্যোগে পবিত্র ফাতেহা-ই ইয়াযদাহুম উপলক্ষে কনফারেন্সে আলোচক ছিলেন আল্লামা গাজী আবুল কালাম বয়ানী ও মুহাম্মদ ওবাইদুন্নাসের নঈমী আল আযহারী। পাহাড়তলী শেখপাড়া পরীজান প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ কনফারেন্সে সভাপতিত্ব করেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুহাম্মদ আবদুল মান্নান। অতিথি ছিলেন মুহাম্মদ সিরাজুল হক ও পেয়ার মোহাম্মদ কমিশনার। উদ্বোধন করেন আল্লামা রফিক উদ্দীন ফারুকী। পূর্ব রাউজান রশিদর পাড়ায় মিলাদ মাহফিল : মাদক ও জঙ্গিবাদ একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূলে সরকারের পাশাপাশি আলেম সমাজকে এগিয়ে আসতে হবে। এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গণসচেতনতা বাড়াতে হবে। সম্প্রতি পূর্ব রাউজান রশিদর পাড়া হাজী তমিজ উদ্দিন জামে মসজিদ প্রাঙ্গণে ফাতেহা ইয়াজদাহুম ও ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আবুল খায়ের সুলতানপুরী এসোসিয়েশনের বাংলাদেশ রাউজান শাখা কমিটির মিলাদ মাহফিলে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মো. আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাতগাছিয়া দরবার শরীফের পীর মাওলানা সৈয়দ আবুল মাকছুম মোহাম্মদ মোতাছিম বিল্লাহ। বক্তব্য দেন বারীয়া দরবার শরীফের সাজ্জাদাশীন শাহসুফী সৈয়দ মাওলানা মুফতি মোহাম্মদ মোকাররম বারী, বিশেষ বক্তা ছিলেন মাওলানা সাদ্দাম হুসাইন কাদেরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, ইউপি সদস্য আব্দুল নবী মেম্বার, উপজেলা যুবলীগ নেতা সারজু মো. নাছের, কামরুল মোস্তাফা প্রমুখ। বিজ্ঞপ্তি