রাউজানে কোনো জমি অনাবাদি রাখা যাবে না : ফজলে করিম চৌধুরী এমপি

73

রাউজানে কৃষি জমি অনাবাদি রাখা যাবে না ফসলী জমিতে ধান সহ সবজি চাষ করতে হবে। রাউজানের প্রতিটি এলাকায় ফসলী জমিতে ধান ও সবজির চাষাবাদ করার পাশপাশি বসত ভিঠার আঙ্গিনায় ফসলী জমির পাশে সড়কে ফলজ গাছের চারারোপণ করে রাউজানকে একটি সবুজের সমারোহ হিসাবে গড়ে তোলতে হবে। গত মঙ্গলবার রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত রাউজানের শরীফ পাড়া কৃষক মাঠ স্কুলের সমাপনি ও মাঠ দিবস অনুষ্ঠানে টেলিকনফারেন্সে কৃষকদের উদ্যোশে বক্তব্য প্রদান কালে রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি এসব কথা বলেন। রাউজান উপজেলা কৃষি অফিসার শাব্বির আহম্মদের সভাপতিত্বে উপ সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার চন্দের সঞ্চলনায় অনুষ্ঠিত কৃষক মাঠ স্কুলের সমাপনি ও মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ ও সংরক্ষণ অফিসার কাজী আতিকুর রহমান চৌধুরী, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল, সিকু বড়ুয়া, রাউজান পৌরসভা যুবলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেল, অধ্যাপক খায়ের আহম্মদ, রাউজান পৌরসভা আওয়ামী রীগের কৃষি বিষয়ক সম্পাদক এখতিয়ার উদ্দিন, প্রশিক্ষণার্থী কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল শুক্কুর, জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে পরিবেশ বান্ধব নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় কুমড়া জাতীয় সবজি উৎপাদন বিষয়ের উপর ২৫ জন কৃষক ও কৃষাণীদের নিয়ে গঠিত আইপিএম ক্লাবের উদ্বোধন করেন রাউজান পৌরসভার প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ। অনুষ্ঠান শেষে প্রশিক্ষার্থী প্রতিজন কৃষক ও কৃষানীকে প্রশিক্ষণের সনদপত্র ও ২ হাজার ৮শত টাকা করে সম্মানী প্রদান করা হয়। প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠানে কীটনাশক ব্যবহার না করে জৈব সার ব্যবহার করে বিষমুক্ত সবজি উৎপাদনের প্রর্দশনী দেখানো হয় ।