রাউজানে কৃষকদের মাঝে কৃষি ব্যাংকের কৃষি ঋণ বিতরণ

10

রাউজান প্রতিনিধি

রাষ্ট্রয়ত্ব ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের রাউজান শাখা থেকে স্থানীয় কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল ৭ আগস্ট রবিবার সকালে প্রধান অতিথি থেকে ২৩ জন কৃষকের মাঝে ২৬ লক্ষ টাকার চেক তুলে দেন রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এসময় তিনি কৃষকদের সততা ও আন্তরিকতার সাথে সহজ শর্তে ঋণ প্রদানের দিক নির্দেশনা দেন। এর আগে ফিটা কেটে বাংলাদেশ কৃষি ব্যাংক রাউজান শাখার নতুন ভবনের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি। বাংলাদেশ কৃষি ব্যাংক রাউজান শাখার ব্যবস্থাপক মো.লোকমান হাছানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক মো.শফিউল আজম, চট্টগ্রাম পূর্ব মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আবুল মোবারক, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, ইউএনও আবদুস সামাদ শিকদারসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। স¤প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট মন্দাভাব নিরসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত বিভিন্ন প্রণোদনা প্যাকেজের আওতায় রাউজান উপজেলাস্থ বাংলাদেশ কৃষি ব্যাংকের ৪টি শাখার মাধ্যমে ক্ষতিগ্রস্থ কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবীদের মোট ৩৯২০ জন গ্রাহককে প্রায় ৩১ কোটি টাকা ঋণ সহায়তা প্রদান করা হয়।