রাউজানে করোনা উপসর্গ নিয়ে গৃহবধুর মৃত্যু

34

করোনা আক্রান্ত স্বামীকে সেবা করতে গিয়ে রাউজানের নারগিস আকতার (২৫) নামে দুই সন্তানের জননী করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। গত সোমবার বিকেল ৩টার সময় জ্বরকাশি ও শ্বাস কষ্ট নিয়ে তিনি মৃত্যুবরন করেন। তিনি উপজেলার উরকিচর ইউনিয়নের মীরা পাড়ার সৈয়দ আবদুল জব্বার চেয়ারম্যান বাড়ির করোনা আক্রান্ত যুব সেনা কর্মী গোলাম জিলানী পাশার স্ত্রী। একই দিন রাত টার সময় গাউসিয়া কমিটি ও ফারাজ করিম চৌধুরীর সেচ্ছাসেবক টিমের সদস্যদের যৌথ উদ্যোগে দাপন কপন সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগ সভাপতি জমির উদ্দীন পারভেজ, উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, সহ-সভাপতি মফজ্জল হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, রাউজান সোসাল সাভিসের আহবায়ক মহিউদ্দিন ইমন, যুগ্ম আহবায়ক আহম্মদ সৈয়দ, সেন্ট্রাল বয়েজের সভাপতি সাইদুল ইসলাম, গাউসিয়া কমিটি উরকিরচর ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, গাউসিয়া কমিটি বাংলাদেশ উরকিরচর ইউনিয়ন এর সাবেক সভাপতি মৌলানা শফিকুল ইসলাম ফারুকী ইমামতিতে জানাযা এবং দাফন কাফনে অংশ নেন ফারাজ কমিটির উদ্দ্যাগে গঠিত আশার আলো এবং গাউসিয়া কমিটি উরকিরচর ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবকবৃন্দ যৌথভাবে অংশ নেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্ধা ও ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল বলেন, গত ১০দিন আগে নারগিসের স্বামী গোলাম জিলানী পাশার করোনা উপসর্গ দেখা দিলে পরীক্ষায় পজেটিভ আসে। এতে স্ত্রীও করোনা উপসর্গ দেখা দেওয়ার ৩ দিনের মাথায় সোমবার বিকেল ৩টার সময় মৃত্যুবরণ করেন।