রাউজানে করোনায় মৃত্যু শিক্ষকের

12

করোনায় এবার রাউজানে খন্দকার মোহাম্মদ আলী (৬৫) নামে শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার রাউজান সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ মোহাম্মদপুর খন্দকার বাড়িতে তার মৃত্যু হয়। তিনি রাউজান আরআরএসি মডেল সরকারি হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও রাউজান সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক জানান, উপজেরার রাউজান সদর ইউনিয়নের বাসিন্দা এ শিক্ষক দীর্ঘ ১০ দিন আগে থেকে গায়ে জ্বর নিয়ে রোগাক্রান্ত ছিলেন। এতে গত বৃহস্পতিবার রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা পরীক্ষ করালে শুক্রবার রাতে রিপোর্ট পজেটিভ আসে। এরপর গতকাল শনিবার সকাল ৮টায় মৃত্যুবরণ করেন।
পরে বাদে আছর রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পুত্র ফারাজ করিম চৌধুরী গঠিত টিম প্রধান ও রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে এ শিক্ষকের দাফন সম্পন্ন করেন।
এ সময় রাউজান সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।