রাউজানে একুশে ইমেজ সোসাইটির শীতবস্ত্র বিতরণ

1

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জন্মবার্ষিকী এবং স্থানীয় জেলে সম্প্রদায়ের জীবন-মানোন্নয়নে নবগঠিত সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ‘পশ্চিম রূপচান্দনগর একুশে ইমেজ সোসাইটি (এসো)’র আত্মপ্রকাশ উপলক্ষে ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের পশ্চিম রূপচান্দ নগর গ্রামে বিভিন্ন কর্মসূচি সম্পন্ন হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো-সংগঠনের আত্মপ্রকাশ, শীতবস্ত্র ও ভ্যাসলিন এবং টুথপেস্টসহ ব্রাশ বিতরণ।
১৯ নভেম্বর বেলা ৩টায় স্থানীয় জলদাস পাড়ায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুদ্ধাপরাধ বিরোধী আন্দোলনের নেতা এবং রাউজান থানা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম এ কে ফজলুল হকের সন্তান শওকত বাঙালি। ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, যুদ্ধকালীন ইউনিয়ন মুজিব বাহিনীর অন্যতম উপদেষ্টা লায়ন মো. আবদুস সালামের সভাপতিত্বে এবং উত্তর জেলা শ্রমিক লীগ নেতা মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মো. তৈয়ব উদ্দিন, সাবেক ইউপি সদস্য মফিজ মিয়া, ১নং ইউনিট আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা আরিফুল ইসলাম, মোরশেদ, আহমদ কবির, দীপক বড়ুয়া, কবি ইফতেখার হোসেন, সমাজ সেবক নোমান তালুকি, হরিহর দাশ, নটবর দাশ, সুকলাল জলদাশ, জীবন দাশ, পরান দাশ, রণজিত দাশ, মিলন দাশ, সাধন জলদাস, দুলাল চন্দ্র জলদাশ, সুকন দাশ, সজীব দাশ, প্রফুল্ল দাশ, মাধব দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি