রাউজানে একদিনেই ২ জনের লাশ উদ্ধার

8

রাউজান প্রতিনিধি

রাউজানের হলদিয়ার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বানারসপুর পাহাড়ি টিলা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে হালদা নদীর রাউজান অংশের নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন খোন্দকার পাড়া পয়েন্টে ভেসে ওঠা আরেকটি লাশ উদ্ধারের পর পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
গতকাল রবিবার একই দিনে এই ২ লাশ উদ্ধার করা হয়। এদিন দুপুরে হলদিয়া থেকে উদ্ধার লাশটি হচ্ছে মো. নিজাম উদ্দিন নামের একজনের। তিনি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার হরণি ইউনিয়নের ভূয়াচর মোহাম্মদপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে। অপরদিকে হালদা নদীতে ভেসে ওঠা লাশটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৫ নম্বর ওয়ার্ডের চান্দগাঁও থানার উত্তর মোহরা গ্রামের আবু সৈয়দের বলে শনাক্ত করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল রবিবার সকালে হলদিয়ার টিলায় নিজামের লাশটি লাশটি দেখতে পান খামারী আবছার। মিয়া। তিনি পুলিশকে খবর দেন। এরপর পুলিশ লাশটি উদ্ধার করে। নিজাম উদ্দিন দীর্ঘ ২০-২৫ বছর ধরে হলদিয়া ইউনিয়নের ফকিরটিলা এলাকায় বসবাস করছিলেন। দিনমজুরী করে জীবিকা নির্বাহ করতেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. ফিরোজ।
নিজাম উদ্দিনের লাশ উদ্ধারকারী এসআই মোসলেম উদ্দিন বলেন, শনিবার সন্ধ্যার দিকে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। হিটস্ট্রোকজনিত কারণে তাঁর মুখ দিয়ে রক্ত বের হতে পারে। নাজিম উদ্দিনের মৃত্যুর বিষয়ে কোনো ধরনের অভিযোগ নেই বলে জানিয়েছেন তার মেয়ের স্বামী আজিম হোসেন।
অন্যদিকে হালদা নদীতে ভেসে ওঠা লাশটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৫ নম্বর ওয়ার্ডের চান্দগাঁও থানার উত্তর মোহরা গ্রামের আবু সৈয়দের বলে নিশ্চিত করে গতকাল রবিবার ওসি জাহিদ হোসেন বলেছেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অগ্নিকান্ডে পুড়ে গেছে ২০ বসতঘর
এদিকে গতকাল রবিবার দুপুর ১২ টায় চিকদাইর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ পাঠানপাড়া গ্রামে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সেখানকার ২০টি বসতঘর। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এই ঘটনায় প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী আকরাম আলীসহ স্থানীয়রা জানান, আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন রাউজান ফায়ার সার্ভিসে খবর দেন। দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ততক্ষণে ২০টি বসতঘর পুড়ে যায়।
রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামসুল আলম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।